![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্দী থাকতে থাকতে একসময় সে অবস্থাকেই স্বাধীনতা মনে করা শুরু করে মন।।
ব্যাপারটা বাটার জুতার মূল্য ৫৯৯ আর ৬০০ টাকার ফারাকের মতো। সব সময় যে ফেন খায় হঠাৎ দুটো ভাত পেলে সে, সে দাতাকে দেবতা জ্ঞান করে, হোক না সে ইবলিশ।
জগতের সবই অবশ্য আপেক্ষিক, কেউ তো এখনো খাওয়া পড়ার স্বাধীনতা হরণ করে নি, সুতরাং আমরা এখনো স্বাধীন,পূর্ণ পরাধীন হওয়া পর্যন্ত অপেক্ষা করাই যায়। তবে একটা কথা কি, সব কিছুরই শেষ আছে।
there will be / should be end of the crisis.
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১১
সুমন অনিরুদ্ধ বলেছেন: ধন্যবাদ ভাই
২| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩২
সুমন অনিরুদ্ধ বলেছেন: ধন্যবাদ ভাই এ এস রিপন, বৃত্তের ভেতর থাকা আমরাও যেন পর্যবেক্ষিত গিনিপিগ
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪
এ এস রিপন বলেছেন: বন্দী থাকতে থাকতে একসময় সে অবস্থাকেই স্বাধীনতা মনে করা শুরু করে মন।।
ভাই ঠিক বলেছেন। এক সময় আমরা সবকিছুতে অভ্যম্ত হয়ে যাই এবং অন্যকিছুর সাথে পার্থক্য করতে পারি না।
অনুভূতিটা পড়ে ভালো লাগল!