নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো ঠিকানায়, খুজে ফিরি তোমার শেষ স্মৃতিচিহ্ন

আনিছুর রহমান সুজন

মানুষ হওয়ার চেষ্টা নিরন্তর।

আনিছুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

ভলোবাসার রঙ (লীলাখেলা)

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২২

ভালোবাসা হীন জীবনে তুমি অদেখা চাঁদের মতো অাবির্ভূত হয়েছ। তোমার মাঝে আমি স্বপ্নের জাল বুনে আমার কষ্টের কথা ভুলে যাই, তোমার ভুবন ভুলানো মায়ায় আমি আমার শান্তির নীড়ে বসবাসের জায়গা খুজে পাই। সময়ের স্রোতে চলতে চলতে তোমাকে কখন যে হৃদয়ের সবটুকু জায়গা দিয়ে দিয়েছি তা আমি নিজেই জানিনা। তুমি বিহীন আমি এখন শূন্য জনমানবহীন প্রান্তরে একা থাকার অনুভূতি অনুভব করি। তোমাকে ছাড়া আমার স্বত্বা ও অচল, তুমি আমার হাজার বছর খুজে পাওয়া অমূল্য ধন।

তোমাকে ভালোবাসার পর আমি ভালোবাসার স্বাদ বুঝতে পেরেছি, তোমার মাঝে সবটুকু সুখ খুজে নিয়েছি, আমি আর আমার মাঝে নিজে কেউ খুজে বেড়াইনা। ভালোবাসি তোমায়, ভালোবেসেই যাবো, তোমাকে ভালোবাসায় আমার হৃদয়ের অতৃপ্ত হাহাকার।

®জানি আমাকে অনেক ভালোবাসার কারণে, আমাকে হারানোর ভয়ে, আমাকে নিয়ে সন্দেহের ডাল পালা তোমার মনে বাসা বাঁধে বার বার। এই বিশ্বাস বিহীন ভালোবাসাই আমাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, একদিকে তোমাকে না বুঝাতে পারা অন্য দিকে তোমার প্রতি হৃদয়ের গভীরের অনুভূতি আমাকে অশান্ত করে দিচ্ছে বার বার। নিজেকে তোমার মাঝে আমি হারিয়ে খুঁজে বেড়াই, তুমি আমাকে তোমার ভালোবাসায় বেঁধে না রাখলে পৃথিবীতে আমার ঠিকানাই হয়তো শেষ হয়ে যাবে। আমার ধ্যান জ্ঞানে তুমি, তোমাকে ছাড়া আমার নিজেরই স্বত্বা নেই সেখানে অন্য কারও জায়গা হবেনা আমি মরে গেলে ও........

তোমাকে নিয়ে সুখের বসতি গড়তে চাই, যেখানে অবিশ্বাসে ছাড়া ও ঘেঁষতে পারবেনা। শুধু তোমার আমার নির্মল ভালোবাসায় অতৃপ্ত সুখের বাতাস বইবে সারাক্ষণ। তোমার চোখে চোখ রেখে, তোমার স্পর্শে আমি হারাব সুখের অজানা ঠিকানায়। আমাকে আর কষ্ট দিওনা, অবিশ্বাসের যন্ত্রণা আমাকে শেষ করে দেয়। তোমাকে ভালোবাসি আমি, এখানে কার ও ভাগ নেই, আমি শুধুই তোমার, তোমার মাঝেই আমার শেষ নিঃশ্বাস.........

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ ব্লগিং।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১২

আনিছুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.