![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদায় বেলায় তোমার সেই কান্নার আওয়াজ আজ ও হঠাৎ আমার কানে পৌঁছায়। কষ্ট গুলো হাজার চেষ্টায় ভুলে গেলে ও ফিরেই আসে। শুধু তুমি ফিরে আসো নি, পৃথিবীর সব অভিমান তোমার/আমার সত্য প্রেমকে ভুলিয়ে দিয়েছে। ভালোবাসার দাম টাকায় কেনা হয়ে গেছে, সব অনুভূতি গুলো মলিন হয়ে শুকিয়ে গেছে চিরতরে। লাল-নীল সংসার আর পাতাই হলোনা, দূরত্ব বেড়ে বেড়ে সীমাহীন গন্তব্য এখন। হৃদয়ে হয়তো একটু জায়গায় কষ্ট করে জিইয়ে আছে সামান্য কিছু স্মৃতি। বাকি সবই অতীত হয়ে গেছে, তুমি অতীত, তোমার ভালোবাসা অতীত, তোমার আবেগ, তোমার পাগলাটে ভালোবাসা ও আজ অতীত। শুধু আমরা এখন ও পৃথিবীতে বর্তমান। মাঝে মাঝে চোখ বন্ধ করলে ঝাপসা কিছু বিস্মৃতি ভেসে উঠে, শেষ স্মৃতি গুলোতো রক্তাক্ত, তাই হয়তো ও গুলো ঘৃনার। যুগ পার হয়ে গেছে, কিন্তু প্রথম দেখায় প্রমে পড়ার সময়টা এখন ও মনে আছে, সে কি ভালোলাগা তা বুঝানোর বা বুঝবার সাধ্য কার? মানুষের মন কি দিয়ে তৈরি আল্লাই জানেন, যেখানে একদিন তোমার আমার ভালোবাসার লীলাখেলা চলতো সেখানে এখন কার ও জন্য কার ও জায়গা নেই। নিয়মই হয়তো এমন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাঝের সময়টা শুধু দিন-রাতের পালাবদলে পার করার জন্যই জীবন। কতো অভিযোগ, কতো অভিমান, কতো রাগ, কতো ঝগড়া, কতো ভালোবাসাই না ছিল, ফুরিয়ে যাওয়ার জন্যই এগুলোর সৃষ্টি হয় হয়তো। সব ফুরিয়ে গেছে, বেঁচে আছি বেঁচে থাকার তাগিদে। হয়তো আবার ও কোন মায়া, কোন প্রেম, ভালোবাসা জন্মই নিবে সময়ের ব্যবধানে, প্রকৃতির কি কঠিন নিয়ম। চাইলে ও থাকতে দিবেনা একদিন পৃথিবীতে, বিদায় জানাতে হবেই। জানিনা বিদায়ের পর ও আত্মায় অনুভূতি গুলো থেকে যাবে কিনা, সব কিছু ভুলে আবার নতুন আত্মায় যাত্রা শুরু হবে হয়তো। কি নিয়মের শৃংখল, পরমাত্মার সাথে দেখা মিলার পর হয়তো নতুন নিয়ম শুরু হবে। তোমার আমার বসবাস এই পৃথিবীতেই শেষ হয়ে যাবে হয়তো। যদি ও অনেক আগেই শেষ তবু ও আমার মতো দূর্বল চিত্তের মানুষ গুলো অনেক কিছুই শেষ করতে পারেনা। বেঁচে থাকবে ভালোবাসা, বেঁচে থাকবে ঐ হারানো অতীতের সুখের/দুঃখের এক সাথে পথ চলার স্মৃতি। সব কিছু ছেড়ে চলে যেতেই হবে, শুধু শুধু মাঝ পথের নোংড়া স্মৃতি গুলো ঘৃনায় তোমাকে মনে করাবে। ভালোবাসায় হয়তো বিদায় জানানো যেতো, কপালের লিখনে উল্টো হয়ে গেছে এসব। তোমায় আর ভালোবাসিনা, তোমাকে তো ভালোবাসা বিলীন করে দিয়েই দিয়েছি। আমার কাছে না হয় কিছু থেকেই গেলো। সব কিছু ছুড়ে ফেলে দিতে নেই, কিছু কিছু কষ্ট জীবনভর বাঁচিয়ে রাখতে হয়, সুখের সময়ে মনে পড়ার জন্য। দিন বদলে গেছে, সবাই বদলে গেছে, শুধু অতীত গুলো বদলায়নি। পিছনে ফিরে যাবার সুযোগ নেই, ভালোবাসা থাক তাই কল্পনাতেই চুপ। রঙ্গিন মন, রঙ্গিন জীবন, আবার হয়তো কেউ এসে উল্টে দিবে সব। নতুন করে ভালোবাসা শিখাবে না হয় কষ্টের সময় সামনে আসবে। যে ভাবেই হোক, সময় পার হয়েই যাবে। মৃত্যু একদিন কড়া নাড়বে দরজায়, ভুল শুধরানোর সুযোগ ও নেই, তাই ক্ষমা করে দিও আমার ভালোবাসাকে। বিদায়তো অনেক আগেই হয়ে গেছে, জীবন থেকে বিদায় নেয়ার পালায় অপেক্ষায় থাকবো। স্মৃতি গুলো কোন কোন সময় কোন নির্জন প্রান্তরে বসে মনে করে হাসবো না হয় কাঁদবো। জীবন হয়তো এমনই, এটাই হয়তো জীবন।
© অনেকের বাস্তব জীবনের সাথে এগুলো মিলে যেতেই পারে। এগুলো আমার কল্পনা প্রসূত অচেতন স্বপ্ন। বাস্তবতা এমনই, বাস্তবতা মেনে নিতে বাধ্য সবাই।
কার ও জীবনের সাথে মিলে গেলে এটা কাকতালীয়।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
আনিছুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
আনিছুর রহমান সুজন বলেছেন: আছে ব্লগে ট্যাগের সিষ্টেমটা কি? আমাকে জানাতে পারবেন কষ্ট করে? আমি এটা বুঝতেছিনা। প্লিজ জানান...
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০১
লাবণ্য ২ বলেছেন: আপনি যে পোস্টটি লিখছেন সেই পোস্টের মূল বিষয়বস্তুকেই মুলত ট্যাগ/কিওয়ার্ড বোঝায়।নতুন পোস্ট লেখার সময় পোস্টের বিষয়বস্তু ট্যাগ/কিওয়ার্ড হিসেবে লিখলে পাঠক ওই সম্পর্কিত লেখা সার্চ দিলে সহজেই খুঁজে পাই।
আর মন্তব্যের প্রতিউত্তর করার জন্য সবুজ তীর চিন্হিত ক্লিক বাটনে ক্লিক করুন।তাহলে মন্তব্যকারী বুঝতে পারবে আপনি তার মন্তব্যের প্রতিউত্তর করেছেন।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
আনিছুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ।
তবে আর একটু বুঝিয়ে বলুন। যেমন আমার এই লেখাটাই ধরুন। আমি এখানে ট্যাগ এ যদি লিখি ভালবাসার কন্না বা আমার জীবনের গল্প তাহলেই কি ট্যাগ হয়ে যাবে?
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
লাবণ্য ২ বলেছেন: লিখতে পারেন অথবা পোস্টের শিরোনামটা ও লিখে দিতে পারেন।আপনার অন্য দু-একটা লেখা পড়লাম; ভালো লিখেন আপনি।
ভালো ব্লগারদের পোস্ট পড়ে বেশি বেশি মন্তব্য করলে দ্রুত সেফ হতে পারবেন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৮
আনিছুর রহমান সুজন বলেছেন: আমি চেষ্টা করি লিখার। দেখা যাক....
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩১
আনিছুর রহমান সুজন বলেছেন: Click This Link
এটা আমার লেখা লেখি করার ফেসবুক আইডি লিংক।
https://www.facebook.com/profile.php?id=100020820646109
এটা মেইন আইডি। লিখি শখের বসে। কি না কি হয়, কেমন হয় আল্লাহই জানে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৫
আনিছুর রহমান সুজন বলেছেন: আজকে দুইটা লেখা পোষ্ট করছি। পড়ে দেখবেন কেমন হইছে। ওকে
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০০
আনিছুর রহমান সুজন বলেছেন: Click This Link
এইটা মেইন আইডি লিংক
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
লাবণ্য ২ বলেছেন: ভালো লাগল।শুভকামনা রইলো।