![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাশের বাড়ির সেফালি কইছিল, মাঝ গাঙ্গে আমারে লইয়া বেড়াইতে যাইবো। নদীতে অহন জল ও নাই, নৌকার যুগ ও শেষের পথে। চুলের রঙ সাদা হইয়া যাইতাছে, শুধু পইরা আছে বেড়ানোর অভিলাষ। সম্পর্কটা দেহের ভিতর মাঝে মাঝে কাঁপুনি তুলে, দেহের ভিতর আত্মা তো সেফালির কাছে। আমার মরা দেহ! আমি আর কই যাই?
যৌবনে উদ্যম দেহের টগবগে রক্ত শিহরণ জাগাতো মনে। সেফালির সাথে প্রথম দেখা হওয়ার পর চোখে সেই জ্বলকানি লাগা মায়াভরা মুখ আজ ও ভেসে উঠে শয়নে স্বপনে। কলেজের দিন গুলো পার হতো সত্য প্রমের লীলা খেলায়। বাঁশ বাগানে লোকিয়ে দেখা করা, বন্ধুর সহায়তায় চিঠির আদান প্রদান চলতো প্রতি নিয়ত। ভালবাসায় মুগ্ধতা ছড়াতো আমার মনে প্রাণে।
চলবে.........
©somewhere in net ltd.