![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সব কষ্ট জড়ো করে আমি কাঁদে নিয়ে বেড়াতে চাই পৃথিবীর পথে। কোন একদিন আমার উপন্যাসের নায়িকা এসে ভাগ বসাবে এতে, সেদিন বুঝা কমবে হয়তো, আবার আর এক নিভীর মায়ায় কষ্টের কোলাহল ভিড় জমাবে। হায়রে জীবন.........
লোকালয়ের বিস্তৃত প্রান্তর পাড়ি দিয়ে তুমি আসবে কোন একদিন। আমার মনের গভীরে তোমার ঠিকানায় চিঠি পোস্ট করা আছে কবেই! খুলে দেখো, কাঁদতে ইচ্ছে হলে আমার সামনে কাঁদতে দেখতে পারবোনা। তোমার জন্য কান্নার জল আমি বিদায় করেছি অনেক দূরে। এখন তোমার আমার পরিণতির পালা। সাদা চুলে কি আর হয়! শুধু নির্লোভ একটা স্বপ্নে তাড়া করা ছটফটানি।
ভালোবাসায় ভালোবেসে আমি/তুমি দিগন্তের দুই পাড়ে ঘর করেছি। দেখা হয় কালে ভদ্রে, তোমাকে দেখার স্বাদ শুধু তাড়া করে ফেরে আমার চারপাশে। কি নিবিড় মায়ায় তোমার কুলে মাথা রেখে ঘুমানোর সুখ দিতে! আজ দিগন্ত পাড়ি জমানোর শক্তি কমে গেছে। মোটা গ্লাসের চশমায় দূর দিগন্ত শুধু মনের কল্পনা। তোমার আমার ভালোবাসাটা ও এখন কল্পনায় চুপ। তবু আবছা আবছা দৃষ্টিতে তোমাকে দেখার ইচ্ছে কেন কমেনা? ভালোবাস তুমি আমায় তাইনা? আমি ও হয়তো এমনই। ওপারে আমরা বসতি গড়বো সুখের পরিচর্যায়। তোমাকে নিয়ে হারাবো গভীর সমুদ্রের নীলচে দ্বীপে, জন মানুষহীন প্রান্তরে সুখের লীলা চলবে.........
এইতো একটু আগেই ঘুম ভাঙার পরে, বুকের বাম পাশে তোমাকে হারানোর ব্যাথায় আমি কাতরাচ্ছি, মনে মনে শুধু স্মৃতির জানালায় এক পলক তোমাকে দেখেছি। সেই হারানো সুখ গুলো বার বার ব্যাথা বাড়াচ্ছে আমার। স্মৃতি কাতর আমি, কি পাগলামী ভর করে মাথায়। জানি বিদায় জানাতে আসবেনা তুমি। আসার সময় ফুরিয়ে যাচ্ছে......
আমার শেষ নিশ্বাসের ঘ্রাণ বুঝতে পারছি, তুমি দূর দিগন্তেই ভালো থেকো। আমাকে নিয়ে ভাবতে হবেনা আর। বিদায় তোমাকে, বিদায় তোমার ভালোবাসাকে। সব অহংকার আজ চুরমার করে, সব সম্পর্ক গুলো ভেঙে, সব আশার প্রদীপ নিভিয়ে চলে গেলাম। ভালোবাসা গুলো স্মৃতির ডায়রিতেই জমা করে রেখো, কল্পনা বিলাসী চোখ তোমাকে দেখার স্বাদ না নিয়েই নিভে গেলো.......
©somewhere in net ltd.