নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো ঠিকানায়, খুজে ফিরি তোমার শেষ স্মৃতিচিহ্ন

আনিছুর রহমান সুজন

মানুষ হওয়ার চেষ্টা নিরন্তর।

আনিছুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির এলবাম।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৪



ফাগুনের দিন গুলো শুধু স্মৃতি
তোমার শাড়ির আঁচল, হাতে হাত রেখে চলার অনুভূতি.....
আজ কিছুই নেই, শুধু হাহাকার।
হৃদয়ের কথা গুলো শূন্য খুজে বেড়াই বার বার।
শ্রাবনের মেঘের দিন গুলো ও নেই
শেষ হয়ে গেছে কবেই
শুধু কাশবনটা আগের মতোই
তোমাকে আমাকে খুজে ফিরে যতোই
ততোই কষ্ট আজ ওদের।
শ্রাবনের মেঘের........
এভাবেই চলছে.....
পাওয়া না পাওয়ার হিসেব মিলছেনা আর
শুধু কষ্টটা তোমাকে হারাবার।
ফিরবেনা আর জানি
তুমিতো অভিমানি
রাজ্যের সব গ্লানি উপচে পড়ছে আমাতে
আমি আমাকে এখন ও খুজে ফিরি তোমাতে।
অস্থিত্ব বিলীন হয়ে যাবে
শুধু রবে কিছু আত্নচিৎকার
শেষ বেলায় তুমি শুনতে পাবে।
আমাকে তোমার মাঝে বাঁচিয়ে রেখোনা আর
বিদায় তোমাকে, কষ্ট নিয়না হারাবার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.