![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফরিন কি করে যেন না বুঝেই ভালবাসতে শুরু করলো। অজানা, অচেনা মুখ, পেছনের কষ্টের স্মৃতিগুলো নিমেষেই ভুলে যেয়ে ছন্নছাড়া একটা ছেলেকে ভালো করার চেষ্টায় নিজের জীবনকে অনিশ্চিত ভবিষ্যতে ঠেলে দিলো আবার। জীবনের সর্বশেষ পরিণতি দেখার পালায় হয়তো বিধাতার দেয়া কঠিন পরিক্ষা পার করে সুখ-দুঃখের হিসাব না মিলিয়েই অজানা সুখের নেশায় বিভোর মনের চাওয়া মানুষকে এমন করে দেয়।
ফেসবুকের কল্যানে প্রথম দেখা অনলাইনেই, তার পর পারিবারিক সিদ্ধান্তে পাত্র-পাত্রী দেখায় আড়চোখে তাকানোয় ঝাপসা কিছু দেখা পর্যন্তই সীমাবদ্ধ। হয়তো প্রথম দেখায় সিদ্ধান্তের অনিশ্চয়তায় হ্যা-না কোনটায় হয়ে উঠেনি। সময়ের ব্যবধানে আবেগী মন আবার একটা সময় সায় দিয়ে দিলো, অাফরিনের বিয়ের সময় ঘনিয়ে আসতে শুরু করলো, ভালোবাসা বাড়তে থাকলো ছেলেটার প্রতি। প্রথম দেখার পর দীর্ঘ সময় দেখা নেই, তবু হয়তো ছেলেটার পাগলামীতে আফরিনের ভালোবাসা বাড়তেই থাকলো। জীবন হয়তো এমনই, অনেক সময় কিছুটা পাগলা আর হ-য-ব-র-ল টাইপের ছেলেদের প্রেমে ও মেয়েরা সুখের স্বপ্ন দেখে। এটা হয়তো বাড়ির পুকুরে ইলিশ শিকারের চেষ্টা কিনা মেয়েরাই জানে। যাই হোক, প্রতিক্ষার পালা শেষ করে আজ দেখা করবে দুজন, সামনে সপ্তাহ খানেক পর বিয়ে। দুজন দুজনকে দেখার বাসনায় ব্যাকুল হৃদয়ের হাহাকার নিভবে হয়তো সাময়িক। বিয়ের পিড়িতে বসার পর মিলনের আকাক্ষায় শরীর মনের ব্যাকুলতা পূরণ হবে হয়তো কিছুটা। ভালোবাসায় ভালোবেসে পাগল ছেলেটাকে আপন করে নিয়ে সুখের পরশ খুঁজে পাবে হয়তো আফরিন। ছেলেটাকে ভাগ্যবান বলা চলে, এতো উল্টাপাল্টা জীবনের পর হয়তো শৃংখলা আসবে। আজ ১০/১০/২০১৮, সামনের ১৯ তারিখে বিয়ে।
চলবে.......
©somewhere in net ltd.