নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো ঠিকানায়, খুজে ফিরি তোমার শেষ স্মৃতিচিহ্ন

আনিছুর রহমান সুজন

মানুষ হওয়ার চেষ্টা নিরন্তর।

আনিছুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

জীবন যেখানে যেমন।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩৪



কিছু মানুষ দেখেছি!!!
শুধু মাত্র স্বার্থের কারনে সম্পর্ক রাখে, সামান্য টাকা-পয়সার জন্য সম্পর্ক নষ্ট করে, নিজেকে মহা পন্ডিত মনে করে, নিজের যোগ্যতার তুলনায় বেশি ভাব নিয়ে চলে (যদিও ভাব নেয়া উচিত নয়), অনেকে আবার রাস্তার কুকুরের সামনে দাঁড়ালেও ভাব নেয়, নিজের ওজনের চেয়ে বড় বড় কথা বলে নিজেকে জাহির করে, ভালো জিনিসটাকে উল্টা ভাবে দেখে, সহানুভূতির প্রশ্নে নিরব, কেউ কেউ আবার এক টাকা ভাঙতে গেলেও শতবার চিন্তা করে, এমন হাজার ও চরিত্র আছে মানুষের। তবে আমার দেখা ৫/৬ জন মানুষের চরিত্র মিলে এগুলো।

তবে এমন চরিত্রের মানুষেরা বেশির ভাগই জীবনে বড় হয়, তবে শুধু টাকা পয়সায়। টাকায় আসলে অনেক কিছুই হয়, তবে শুধু টাকা দিয়েই সুখী হওয়া যায়না। আর ৫০/৬০ বছরের জীবনে বাল্যকাল/বৃদ্ধকাল বাদ দিলে আমরা বেঁচে থাকি কতো বছর? তবুও অহংকার আমাদের পিছু ছাড়েনা। এতো মানুষের ভীড়ে সত্যিই মাংস বেশি, মানুষ কম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.