![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল রং, নীলচে হাসির আড়ালে শরীরের উপর অত্যাচার চালানোর পালা। ক্লান্ত আমি, পৃথিবীর মায়ার থেকে অনেক দূরে। শুধু একজনের ভরসায় ইলশের চোখে চেয়ে থাকা। মরা ইলিশের দামই আর কি! শুধু অপলক চেয়ে থেকে আশায় বসতি গড়া। বিদায় বলতে বলতে বিদায় হয়েই যায়, সময় থেমে থাকেনা। নষ্ট মানুষের কষ্ট শুধু বুকে চেপে দূর দিগন্তে পাড়ি দেয়ার ফুরসত খোঁজা। বাম পাশে প্রায়ই শব্দটা বেড়ে যায়, সেকেন্ডের ব্যবধানে...! স্মৃতি গুলে বিস্মৃতির বিক্ষিপ্ত ডাস্টবিনে পড়ে রবে অনন্তকালের যাত্রায়। তোমার চোখে স্বপ্ন দেখার ইচ্ছায় শুধু মরা চোখে চেয়ে থাকা, দেখা, অদেখা, পালা-বদল আর কতো! চলো এ-বার আমাজানের গহীন বনে অজানা পথেই পাড়ি দেই। ঠিকানাতো এখন একটাই, সুখের আড়ালে বদ্ধ চোখে কল্পনায় তোমার ছবি। আমি আবার, আরও একটি বার, তোমার প্রেমে পড়তে চাই।
(সৌভাগ্যবতী)
©somewhere in net ltd.