নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো ঠিকানায়, খুজে ফিরি তোমার শেষ স্মৃতিচিহ্ন

আনিছুর রহমান সুজন

মানুষ হওয়ার চেষ্টা নিরন্তর।

আনিছুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

আপনার জীবনের মূল্য কত!!

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ২:১৪



"আপনার জীবনের মুল্য কত? "
I mean what is the value of your Life?
একবার এক ছোট বাচ্চা তার দাদু কে এই প্রশ্ন করেছিলো।
যে দাদু "What is the value of life?"
দাদু তার প্রশ্নের উত্তর না দিয়ে একটা কাজ বাচ্চাটাকে ধরিয়ে দিলো - বললেন এই নাও একটা পাথর - এইটা বাজারে নিয়ে গিয়ে বিভিন্ন মানুষের কাছে গিয়ে এর দাম জিজ্ঞেস করবে কিন্তু বিক্রি করবে না - ফিরে এসো তখন বলবো
What is the Value of Life.
বাচ্চাটা দাদুর কথা মতন পাথরের খন্ডটি নিয়ে বেরিয়ে পড়লো -
প্রথমেই দেখা এক লেবু বিক্রেতার সাথে -
পাথর খানা দিয়ে লেবু ওয়ালাকে এর মুল্য জিজ্ঞেস করলো - লেবু ওয়ালা বাচ্চাটিকে পাথরের মূল্য হিসেবে বলে- ০১ ডজন লেবু দিবে - পাথরটি দিয়ে দাও।
বাচ্চাটা পাথরটি বিক্রি না করে এইবার গেলো এক সবজি বিক্রেতার কাছে - চক চকে পাথরটি দেখে সবজি বিক্রেতা বলে তোমাকে এক বস্তা আলু দিব পাথরটি আমাকে দিয়ে দাও -
বাচ্চাটা বলে - না আমি এটা বিক্রি করবো না।
এইবার বাচ্চাটা যায় এক জুয়েলারি দোকানে।
দোকানদার বেশ ভালো করে লেন্স দিয়ে পাথরটিকে দেখে এর দাম ধরেন নগদ ১০ লক্ষ টাকা সাথে অনেক সোনা দানা।
বাচ্চাটা বলে - না আমি এটা বিক্রি করবো না।
এর পর বাচ্চাটা যায় এক প্রেসিয়াস ষ্টোন বিক্রেতার কাছে যারা কিনা বিভিন্ন রকমের নামীদামী ষ্টোন বিক্রয় করেন- জোতিষীও বলতে পারেন।
তিনি পাথরটিকে ভাল ভাবে দেখতে লাগলেন- কিছু সময় পর পাথরটিকে মেঝেতে একটা লাল কাপড়ের উপর রাখলেন।
এক বার শুয়ে দেখছেন একবার বসে দেখছেন আবার মেগ্নী ফাইং গ্লাস লাগিয়ে দেখছেন - এইবার বাচ্চাটি কে বললেন এই পাথর কেনার সাধ্য আমার নাই। আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে কিম্বা জীবনের দামেও একে আমি কিনতে পারবো না।
বাচ্চাটা অবাক হয়ে যায় এবং পুরো কনফিউজড হয়ে যায় এবং দাদুর কাছে ফেরত গিয়ে পুরো ঘটনাটা জানায়।
দাদু পুরো ঘটনা শুনে বাচ্চাটিকে বলেন " বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে এর মূল্যায়ন করছিলো এবং দেখ - শেষের মানুষটি শুধু বললো এ পাথর কেনার ক্ষমতা তার নেই। "
ঠিক তেমনই আমাদের জীবনেও তাই - আমাদের রয়েছে একেকজনের একেক গুন- কারো আছে টাকা কারো জ্ঞান কারো আছে বুদ্ধি মত্তা কিম্বা অন্য কিছু অথবা অন্যরকম অভিজ্ঞতা - সেটা সবাই বুঝতে পারে না।
এই যেমন ঠিক পাথরের বেলায়ও ঘটেছে তাই। লেবু বিক্রেতা পাথরের মুল্য যেমন বোঝেনি তেমনি ষ্টোন সেলারের কাছে সেটা জীবনের চেয়েও মুল্য বান।
তাই ভয় পাওয়ার কিম্বা আশাহত হবার কিছু নেই - You will surely find someone who will give you right value in your life once. তুমি কখনো ভেবো না যে, তোমার ভেল্যু নেই।
তুমি নিজেই প্রাইস লেস। তোমার মুল্য অনেক খানি বেশি।
আপনি কখনই ভাববেন না যে,আপনাকে কেও পাত্তা দিচ্ছে না মানে আপনার মুল্য নেই। কেন না আপনাকে যে মুল্যায়ন করছে তার কি সেই ক্ষমতা আছে আপনার মুল্য বিচার করার?
Respect Youself - Don't sell Yourself cheap.
You are unique-no one can replace you.
You are the creater of your own destiny.
আপনি অসম্ভব মুল্যবান - আপনাকে আল্লাহ তায়ালা ঠিক সেই ভাবেই তৈরী করে পাঠিয়েছেন।
নিজের উপর বিশ্বাস রাখুন -সঠিক সময় ঠিক মানুষ আপনার মুল্য দিবে।
নিজের উপর আত্ম বিশ্বাস রেখে আপনি এগিয়ে যান - নিজের কর্ম এবং স্বপ্ন দুটোকে এক রাস্তায় রেখে হাঁটতে থাকুন এবং দেখবেন ঠিক সময় মতন আপনার সামনে সঠিক বেক্তিটি এসে হাজির হবে এবং আপনি আপনার মুল্যায়ন পাবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.