![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কোনো International Credit Card নেই। আমি বাংলাদেশে বসে Amazon.com কিংবা অন্য বিদেশী সাইট থেকে বই কিনতে চাই। কিভাবে সম্ভব? এই রকম কোনো প্রতিষ্ঠান কি আছে যারা সার্ভিস চার্জ এর বিনিময়ে এই কাজটা করে দেবে?
এই রকম কোনো বইয়ের দোকান কি আছে যারা অর্ডার দিলে বিদেশ থেকে বই এনে দেয়?
বন্ধুরা আশা করি আপনারা উত্তর দেবেন। কারণ বিষয়টি জানা আমার জন্য খুবই দরকারী।
২| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৮
প্রকৌশলী আতিক বলেছেন: Amazon e bangladesh e mal poisai dibe kina sure na. Check koren.
Othoba, America/Bideshe keu ase, tare bolen kinna apnare pathai dibe. Apni deshe onar relative re taka dia mal uthai nilen.
Better Pdf download koira print koira boi badhai koira nen. ha ha .
৩| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৮
সাঈফ শেরিফ বলেছেন: দেশে কিছু পাঠাতে গেলে মূল সমস্যা করে কাস্টমসে, ভয়ংকর হয়রানি করবে দেশের সরকারি সেবা দেবার নাম করে নরকের কীট গুলো। ফেডেক্স, ডি এইচ এল এ এ হলে এ সমস্যা হবেনা। তারা ডেলিভারি দিবেই। কিন্তু এমাজনের বেশির ভাগ আমেরিকার ভিতরেই। যুক্তরাষ্ট্রে থাকে এমন কারো ঠিকানায় পাঠিয়ে, সেখান থেকে ফেডেক্স বা কারো হতে পাঠালে সুবিধা হবে।
৪| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১০
ফরিদ বলেছেন: please send a mail to [email protected]
maybe we'll be able to help
৫| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৬
নক্শী কাঁথার মাঠ বলেছেন: https://www.facebook.com/groups/amazon.co.bd/ ফেসবুকের এই গ্রুপে গিয়ে অর্ডার করলে ওরা এনে দেবে।
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৯
তানভীর স্বপ্নীল বলেছেন: আমি আপনাকে সাহায্য করতে পারি।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভিসা কার্ড ব্যবহার করা যায় তো! ঠিকানা অনুসারে চলে আসবে। তবে সব দেশে শিপিং হয় কিনা এটা আমি ঠিক নিশ্চিত নই।