![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুরা,
পড়ালেখা করার জন্য টেবিল ল্যাম্প কিনতে চাই (শৌখিন ল্যাম্প নয়)।
ঢাকা নিউ মার্কেটে খোজ করেছিলাম .... কেবল একটা দোকানেই ভালো, টিকার মতো টেবিল ল্যাম্প আছে। কিন্তু দাম চায় ৩০০০ - ৩৫০০ টাকা। আমি সামান্য চাকুরিজীবি ..... এটা আমার বাজেটের বাইরে। ঢাকায় কোথায় ১০০০ - ১৫০০ টাকার মধ্যে ভালো টেবিল ল্যাম্প পাওয়া যাবে?
উত্তরের অপেক্ষায় রইলাম।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬
ঢাকাবাসী বলেছেন: টেবিল ল্যাম্পের প্রচলন তো উঠে গেছে বলেই জানি! এটা অবৈজ্ঞানিক, প্রচুর জায়গা নেয়, ব্যাবহার বিরক্তিকর, শক খাওয়ার চান্স আছে... । বাদ দেন না।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৫
দিনান্তে বলেছেন: গুলশান দুই নাম্বার চক্করে একটা মার্কেটের নিচতলায় বেশ কয়েকটা দোকান আছে লাইটিং সামগ্রীর। আপনার দামের আওতার মধ্যেই পাবেন।