![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুরা,
ওজন বেশি। তাই একটি ট্রেডমিল কিনতে চাই। জিমে ভর্তি হতে পারতাম; কিন্তু আমার এলাকার জিমগুলো কেবল সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত খোলা থাকে (ছেলেদের জন্য)। চাকরির কারণে এই সময়টা আমি প্রায়ই ব্যস্ত থাকি। তাই আমাকে বাসার জন্য ট্রেডমিল কিনতে হবে। এই বিষয়ে আমার কতগুলো প্রশ্ন আছে .....
১. কোনটা ভালো? Manual নাকি ইলেকট্রিক?
২. কোথায় ভালো পাওয়া যায় (দোকানের নাম বললে উপকৃত হবো)?
৩. দাম কি রকম হবে (পান্থপথের এক দোকানে Manual টা চায় ১১,৫০০ আর ইলেকট্রিকটা চায় ৭৫,০০০)?
উত্তরের আশায় রইলাম। ভালো থাকবেন।
২| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৫
চুক্কা বাঙ্গী বলেছেন: ভাই! ট্রেডমিল কোনটাই ভাল না। ইলেকট্রিক ট্রেডমিল আমি কিনেছিলাম ৪৫০০০ হাজার দিয়ে। এ্যমেরিকান মোশন ফিটনেস। টানা প্রায় একবছর ব্যাবহার করি। তারপর রমজান মাসটা বাদ যায়। ভাবলাম একমাস পর আবার শুরু করবো। সেই একমাস গত চারবছর ধরে চলছে তো চলছে।
সবচেয়ে ভাল এক্সেরসাইজ হচ্ছে আশেপাশের পার্কে চলে যাবেন। হাঁটতে চাইলে হাঁটবেন। দৌড়াতে চাইলে দৌড়াবেন। চারিপাশের দৃশ্য বদলাবে। আপনার সাস্থও বদলাবে। মন প্রফুল্য থাকবে।
আর যদি ডিসিশন নিয়েই ফেলেন যে, ট্রেডমিল কিনবেনই তাহলে বলবো ইলেকট্রিক ট্রেডমিল কিনেন। কারন এটা মন্দের ভাল। ম্যানুয়েল ট্রেডমিলের ব্যাবহার এতটাই কষ্টকর আর বিরক্তিকর যে ব্যাবহারের দুইমাসের মধ্যেই তিতা হয়ে যাবেন। এক্সারসাইজের উপর থেকে রুহ উঠে যাবে।
১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩১
এ এম আনিসুল হক বলেছেন: চুক্কা বাঙ্গী ভাই, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমার ২/১ টি প্রশ্ন আছে .....
১. আপনি ট্রেডমিলটি কোথা থেকে কিনেছিলেন (দোকানের নাম আর স্থান বলতে পারলে খুবই ভালো হয়)?
২. ট্রেডমিলটি কি এখনো সচল?
৩. ১ বছর ব্যবহার করে উপকার কেমন পেয়েছিলেন?
উত্তরের অপেক্ষায় রইলাম। আর আমি হাঁটতে বের হতাম আগে ..... কিন্তু এর পরে এলাকায় ফ্লাইওভার তৈরির কাজ শুরু হলো, রাস্তা-ঘাট ফুটপাথ সব কেটে ফেলল; তাই এখন আর বের হতে পারি না।
ধন্যবাদ।
৩| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৯
চুক্কা বাঙ্গী বলেছেন: ট্রেডমিল কিনেছিলাম পান্থপথের একটা দোকান থেকে। দোকানের নাম ঠিক মনে নাই। কি স্পোর্টর্স জানি ছিল। সঠিক বলতে পাবোনা। ধানমন্ডি ৩২এর উল্টা দিয়ে ঢুকতে গেলে দোকানটা পড়বে।
আমার ট্রেডমিল বহুদিন ধরে অব্যাবহৃত অবস্থায় পড়ে আছে। এছাড়া আর কোন সমস্যা নাই। চালাতে গেলে ক্যাঁচক্যাঁচ শব্দ করে। সম্ভবত তেল দিতে হবে। আর আপনি যেখান থেকেই ট্রেডমিল কিনেন না কেন, কোন সমস্যা হলে ওরাই সার্ভিসিং করায় দিবে। ইলেকট্রিক ট্রেডমিলে একমাত্র মটর যদি বিকল হয়ে যায় তাহলে বড়সড় টাকার ধাক্কা আছে। এছাড়া সার্ভিসিং খরচ খুব একটা বেশী পড়ার কথা না।
উপকারিতা বলতে ঠিক কোন ধরনের উপকারিতা বোঝাচ্ছেন? যদি চিকন হওয়ার জন্য ট্রেডমিল কিনেন, কোন লাভ নাই। কারন আপনি যতই ব্যায়াম করেন না কেন, আপনার খাওয়া দাওয়ার যদি কন্ট্রোল না করেন তাহলে দিনরাত ব্যায়াম করেও কিছু হবেনা। চিকন হতে চাইলে নিউট্রিশিয়ানের সাথে কনসাল্ট করতে পারেন। আর যদি হার্টের কন্ডিশন ভাল রাখতে চান, স্ট্যামিনা বাড়াতে চান তাহলে বলবো সবচেয়ে ভাল এক্সারসাইজ হচ্ছে সুইমিং, রিয়েল জগিং, তারপর ট্রেডমিল। আমার কাছে ট্রেডমিলের একটা জিনিসই আরামের লেগেছে তা হল, আমি ঘরের ভিতরেই আর্টিফিশিয়ালি হাঁটছি, দৌড়াচ্ছি। বাইরের ধুলাবালি লাগছেনা।
৪| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১:৩৬
মতিউর রহমান মিঠু বলেছেন: আমি ১ম ম্যানুয়াল কিনেছিলাম যা ভয়ংকর কষ্টদায়ক, তাই ছোট বোনকে দিয়ে দিয়েছি। এরপর ইলে:ট্রেডমিল কিনেছি বছর খানিক হলো। এখন জায়গা স্বল্পতার জন্য আমার ট্রেডমিলটা বিক্রি করে দিবো। বেশি দিন আগের নয়, ১ বছর হবে হয়তো। যদি সেকেন্ডহ্যান্ড কিনতে চান তবে দেখতে পারেন। আমার বাসা বনশ্রীতে।
[email protected]
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৭
ইমরাজ কবির মুন বলেছেন:
ম্যানুয়েলটা কিনেন, নিজেকেই সবকিছু করতে হবে যেহেতু তাই এক্সারসাইজটাও ভালভাবে হবে (আন্দাজে কিসু একটা বলে দিলাম আর কি !) ||