নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধ্যয়ন মনুষকে সম্পূর্ণ করে তোলে, আলাপ-আলোচনা তাকে প্রস্তুত করে এবং লেখালেখির দ্বারা হয়ে ওঠে সঠিক - ফ্রান্সিস বেকন

আনিস৫১

বিভিন্ন বিষয় জানতে, শিখতে এবং তা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ভালবাসি ।

আনিস৫১ › বিস্তারিত পোস্টঃ

বিভিন্ন তত্ত্ব ও মতবাদ (১) :- পানি বা জল তত্ত্ব

০৬ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০৭

এ মতবাদের প্রবক্তা মিলেটাসের থেলিস( Thales of Miletus ); কখনো কখনো লেখা হয় থ্যালিস/থেলস।

পানি তত্ত্ব মতে “এ মহাবিশ্বের সমগ্র কিছুর উৎপত্তি পানি থেকে”



চিত্রঃ- জ্ঞানগুরু থেলিস (আনুঃ৬২৪-৫৪৬ খ্রিঃপূঃ)



থেলিসের এই মতামত বর্ণনা, ব্যাখ্যা, বিশ্লেষণ ও খণ্ডন করেছেন অ্যারিস্টটল । এছাড়াও হেরোডোটাস, ডায়োজেনাস ল্যরটিয়াস, হেরাক্লিটাস(ইনি ইফিসাসের নন)এবং প্লুটার্কের লেখা থেকে থেলিস সম্পর্কে জানা যায়।



সাধারণভাবে বলা যায়, থেলিস পর্যবেক্ষণ থেকে দেখতে পান ভূমিসমূহ পানিতে ভাসমান, অনেকটা যেন শোলার মতো আবার সব জীবেই রয়েছে পর্যাপ্ত পরিমাণ পানি,বিভিন্ন জীবের উৎপত্তি ও বিচরণস্থল পানি , খাবারে চাই পানি।পানি ছাড়া বেঁচে থাকাই অসম্ভব। অন্যদিকে পানি গরম হয়ে বাষ্প, আরও গরম হয়ে বায়ু বিপরিতক্রমে বাষ্প ঘনীভূত হয়ে পানি, পানি ঘনীভূত হয়ে বরফ এবং পর্যায়ক্রমে মাটি আর পাথর যা দিয়ে গঠিত ভূমি এবং যা অবশেষে সমুদ্রের পানি দ্বারা বেষ্টিত। তাই থেলিস সিদ্ধান্তে আসেন “ জগতের সমস্ত কিছুর উৎপত্তি পানি থেকে” ।







এটাই হল মানব চিন্তার ইতিহাসে সর্বপ্রথম পদক্ষেপ, যেখানে কেউ পর্যবেক্ষণ থেকে যৌক্তিক বিশ্লেষণ দ্বারা সিদ্ধান্তে আসেন, যা আজকের বিজ্ঞানীরা করে থাকেন। তাই মানব চিন্তার ইতিহাসে থেলিস হচ্ছেন সর্বপ্রথম প্রকৃত দার্শনিক, বিজ্ঞানী ও গণিতজ্ঞ (তিনি গনিতেও বিরাট অবদান রেখেছেন)।







(ভুল-ত্রুটি নিজগুণে ক্ষমা করবেন, এবং ভুল-ত্রুটি কেউ উল্লেখ করলে যথাসম্ভব সংশোধন করে নেব)



আরও জানতে:- ১) থেলিস ২) থেলিস ৩) থেলিস

সমস্ত সত্তার মূল পানি

Ancient Greek Philosophers

পাশ্চাত্য দর্শনচিন্তায় শত মনীষী: পর্ব ১

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৩

শংখনীল কারাগার বলেছেন: বিস্তারিত হলে ভাল হত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.