নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃদ্ধ আগামীর প্রত্যেয়

আনিসুর রহমান এরশাদ

আমি আমার দেশকে অত্যন্ত ভালবাসি ।

আনিসুর রহমান এরশাদ › বিস্তারিত পোস্টঃ

জীবনের জয়গান

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৯

চলে যাচ্ছে সময়, ফুরিয়ে যাচ্ছে জীবনকাল! হারিয়ে যাচ্ছে বর্তমান অতীতের গহ্বরে

যেন মরুঝড়ে মরুর পথে চলা কোন পথিকের পদচিহ্ন মুছে যাচ্ছে বালির নীচে পরে

যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী! চলছে ভাঙ্গা গড়ার খেলা!

নব সৃষ্টি পুরাতনেরে ঠেলছে দূরে। জীবন তরী অস্তিত্ব রক্ষায় অভিনব ভেলা সেঁজে

যেন অজানার পথে ছুটে চলছে সবাই, কোন নিশ্চিত নিরাপদ ঠিকানার খোঁজে!



এই মাটির ওপরে হয়েছে কতই না সংলাপ-কথোপকথন; সৃষ্ট শব্দ তরঙ্গ মিশে গেছে বায়ুমন্ডলে

ভূপৃষ্ট বহু ঘটনার নিরব স্বাক্ষী; সেই আদম থেকে শুরু! কত মানুষের শ্বাস প্রশ্বাস এই ভূমন্ডলে

নবজাতক ও প্রসব বেদনায় মায়ের চিৎকার, মৃত্যুযন্ত্রনায় কাতর কত আহাজারি বাতাসে মিশেছে

এই ভুপৃষ্টে কান্নার স্বর কিংবা উল্লাস-হৈ হৈল্লা,গান-কবিতা-বক্তৃতা-আলাপচারিতা হয়েছে

বহু স্বপ্ন স্বপ্নই থেকেছে, স্বপ্ন পূরণে হয়েছে চেষ্টা সাধনা,কেউবা স্বপ্ন পূরণের আগেই পৃথিবী ছেড়েছে



জীবনের চাঞ্চল্য হারিয়ে প্রাণহীন দেহের আশ্রয় এই মাটির ভিতর;হিসাব নেই কোনটায় লাভ ক্ষতি

মহাবীর,দাপুটে শাসক,পন্ডিত আর ভীরু,শোষিত,অজ্ঞ তথা ঔদ্ধত বা নত শিরগুলোর একই পরিণতি

পবিত্র-অপবিত্র সব রক্ত ; আনন্দাশ্রু বা বেদনার অশ্রু- সব শোষে নিয়েছে এই মাটি

কত বীজের অঙ্কুরোদগম হয়েছে এই মাটিতে; মাটির পেটে একাকার হয়েছে সব ভেজাল আর খাঁটি

অহংকারীর পদাঘাত সহ্য করে; ক্ষতি করলেও তাকে আপন করে- বুকে ঠাই দিয়েছে মাটি

তাই প্রাণের চেয়ে প্রিয়, স্বর্ণের চেয়ে দামি, হীরার চেয়েও খাটি- অফুরন্ত সম্ভাবনাময় এই মাটি।



দারুণ স্বচ্ছ ঐ কাচেঁর গ্লাসটি! হাতে লাঠি কেন? আঘাত করবে?

করলে পাবে কয়েক টুকরো কাঁচ;আঘাতের চিহৃ কি আর মুছতে পারবে?

চেষ্টার পর চেষ্টা করলেও পারবে না। পূর্বের রুপে আর নাহি ফিরবে।

তবে হ্যাঁ! নদী কিংবা সাগরে যাও! পানিতে আঘাতের পর আঘাত করো

কি দেখবে? মিলিয়ে যাচ্ছে দাগ! ঢেউ আসছে! পূর্বাবস্থায় ফিরছে!



মাটির দেহ মাটির ওপরে, প্রাণহীন হলে মাটির ভিতরে;মাটিতেই জন্মায় খাদ্য

কত প্রাণের চাঞ্চল্য এই মাটিতে, মাটিতেই সৃষ্টি-মাটিতেই বসবাস-মাটিতেই অস্তিত্ব

কখনও এ মাটিতেই ধ্বংস;ভুমিকম্পনে হয় ধ্বংসস্তুপ-শেষ হয় জনপদ-থামে প্রাণ স্পন্দন

মাটিতে প্রাণের উৎপত্তি-প্রাণের বিলুপ্তি-প্রাণের অস্তিত্ব-নতুন প্রাণের আগমন-প্রাণের বিসজন

মাটির পেটে-যা ছিল-যা আছে-যা ঢুকবে-যা বেরুবে-যা থাকবে;মাটির পরশে মমতার ছোঁয়ায়

বাঁচলেও মাটি, মরলেও মাটি;জন্মানো কিংবা মৃত্যুবরণ-মাটিবিহীন জীবন-প্রাণ;অবিশ্বাস্য বসুন্ধরায়



পানির কত রুপ!কখনও জীবন কখনও মরণ।কান্নায়-পিপাসায়-বন্যায়-বষায়!পানি!

পানি ছাড়া জীবন অকল্পনীয়,জীবনের প্রয়োজনে-জগতের প্রয়োজনে পানি!

সাগর-নদী-হ্রদ-নদ-পুকুর-ঝণা কিংবা জমজমকূপ থেকে হাওজে কাওসার;সবত্র পানি

জল বা পানি-যাই বলুন!আখের রস,খেজুরের রস,তালের রস,ফলের রস!বৈচিত্রময়।

পানির বিকল্প কেবল পানিই!খাবারে-সাতারে-গোসলে-চলাচলে পানি।বড় কল্যাণময়।

চাপে-তাপে-উত্তাপে-মাপে-গতিতে-শক্তিতে-স্বচ্ছতায় পানি।সুস্থতায় কিংবা অসুস্থতায় পানি।

পানি ছাড়া জগৎ অবাস্তব।পানি নেইতো জীবন নেই,জীবন নেইতো জগৎ নেই।বহু দামি-পানি।



আর বায়ু? শ্বাস-প্রশ্বাসে বায়ু।নি:শ্বাসে-বিশ্বাসে-আশ্বাসে!বায়ু ছাড়া কি আর চলে?

পাখি উড়ে,মেঘ ভাসে।পথিক ক্লান্তি ভুলে বাতাসের ছোঁয়ায়।নৌকা চলে পাল তুলে।

কখনও বাতাসের প্রবল বেগ-ঘূণিঝড়-উড়িয়ে নেয় সবকিছু, কেপে উঠে পৃথিবী-বিপন্ন হয় মানবতা

তবুও বায়ু না থাকলে কি আর আয়ু থাকে? বায়ুর চাপ-বায়ুর প্রবাহ-বায়বীয় অবস্থা!বাতাসের খেলা

শুধু বাতাস কেন? দিনে সূযের উত্তাপ, রাতে চাদের আলো,শীতের ঠান্ডা,গ্রীষ্মের তাপদাহ-বৈচিত্রময়

জীবনের প্রয়োজনে এমন নিখুঁত আয়োজন করেছেন যিনি,জীবনের বিনিময়েও কি হবে তার প্রতিদান?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.