নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃদ্ধ আগামীর প্রত্যেয়

আনিসুর রহমান এরশাদ

আমি আমার দেশকে অত্যন্ত ভালবাসি ।

আনিসুর রহমান এরশাদ › বিস্তারিত পোস্টঃ

সুন্দর সমাজের জন্যে সুন্দর মনের মানুষ

১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২১

হুমায়ুন আহমেদ ‘রুপার পালঙ্কে’ লিখেছিলেন, ‘ভালো মানুষের রাগ থাকে বেশি। যারা মিচকা শয়তান তারা রাগেনা। পাছায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে।’ কথাটার যে যৌক্তিকতা আছে তা সন্দেহাতীতভাবে প্রমাণিত।সবারই সামথ্যের সীমাবদ্ধতা আছে ফলে একজন অনেক কিছু করতে না পারলেও কিছু একটা যে করতে পারবে এমনটাতো নিশ্চিত। চাই সাধ্যানুযায়ী চেষ্টা, পরের জন্যে ত্যাগ স্বীকারের মানসিকতা। We cannot help everyone, but everyone can help someone.



রাগ,অভিমান,উত্তেজনা বশত: নেয়া সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়। তাই ধীরেসুস্থে ভেবেচিন্তে গুরুত্বপূণ সিদ্ধান্ত নিতে হবে।হঠাৎ আবেগের বশে সাময়িক প্রাপ্তির লোভে দীঘমেয়াদী ফলাফল না ভেবে তড়িৎ বলায় বা করায় লাভের চেয়ে লোকসানের সম্ভাবনা বেশি।অথচ অনেকেই কাজ করার আগে না ভেবে পরে ভাবে-এটা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। Don’t make a permanent decision on temporary feelings.



Thomas Edison বলেছিলেন, Time is really the only capital that any human being has and the only things he can’t afford to lose. অনেকে তার অবস্থার পরিবতনের আশা করেন কিন্তু প্রয়োজনীয় উদ্যোগ নেন না, জোর প্রচেষ্টা চালান না। স্বপ্নদশী হতে হবে স্বপ্নবিলাসী নয়।সামথ্যের সবোচ্চ ব্যবহার নিশ্চিত না করেই হতাশ হওয়া, হাল ছেড়ে দেওয়া অপরিপক্কতা। আসলে সময়টাকে যে অথসম্পদের চেয়ে বেশি মূল্যবান ভাবতে ও হিসাব-নিকাশ করে খরচ করতে পারেন না তার ভাগ্যের উপর নিজেকে ছেড়ে দেয়া ছাড়া উপায় থাকে না, ভাগ্য গড়ে নেয়াতো দূরের কথা। কষ্ট ছাড়া, তীব্র প্রেরনা নিয়ে কম তৎপরতা ছাড়া-বৃহত্তর কল্যাণ হাসিল বা বড় অজন অলীক কল্পনা।



পথে না নামলে পথ চেনা যায়না যেমন পানিতে না নেমে সাঁতার শেখা যায়না। মুখে বড় কথা বলে, বড় কথা লিখেই সবসময় বড় কাজ করা যায়না। যারা কাজ বেশি করে তারা কথা কম বলে। বড় ভাব নিতে পারলে বড় কিছু হয়ে যায় না।তবে হ্যাঁ স্বপ্ন দেখতে না পারলে সৃষ্টিশীলতা ও সৃজনশীলতার স্বাক্ষর রাখাও সম্ভব হয় না।If you can dream it, then you can achieve it.



আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কবির আশানুযায়ী সেই ছেলে কি আজও এই দেশে খুব বেশি হয়েছে? হয়নি। রাজনীতিবিদরাও যা বলেন আর যা করেন তাতে কথা ও কাজের বৈপরীত্য দেখলে মনে হয় খুবই দূভাগা এই জাতি। আর সব ব্যাপারে যেভাবে আমাদের রাজনীতিবিদদের মন্তব্য করতে দেখা যায় তাতে তাদের ব্যাপারে যেন এই কথাটিই ঠিক বলে মনে হয় যে, He knows nothing but he thinks he knows everything. That points clearly to a political career.



একটি ভাল বই কিংবা একজন ভাল বন্ধু জীবনে খুব বেশি প্রয়োজন।ভাল বইয়ের জন্যে ভাল লেখক দরকার আর সুন্দর সমাজের জন্যে ভাল বই ও ভাল পাঠক দরকার। প্রয়োজনীয় জ্ঞান ও কাংখিত আচরণে স্বক্ষম ব্যক্ত্বিত্বসম্পন্ন মানুষ খুব বেশি দরকার। আলবাট আইনস্টাইন বলেছেন, ‘জ্ঞান যত বাড়বে অহংকার তত কমবে, জ্ঞান যত কমবে অহংকার তত বাড়বে।’ Dr.A.P.J.Abul Kalam বলেছেন, One best book is equal to hundred good. Friends but one good friend is equal to a library.



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.