নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Family to Family Network সৃষ্টি মানে এমন একটি কমন প্লাটফর্ম তৈরি করা যেখানে অনেকগুলো Family এর Involvement থাকবে।পরিবারগুলোর মধ্যে সুখ দু:খের ভাগাভাগি থাকবে, সমন্বিত কিছু উদ্যোগ ও প্রচেষ্টা থাকবে। সেহেতু main focus টাতে যদি এমন দৃষ্টিভঙ্গি থাকে যে সংশ্লিষ্ট সবাই কোন না কোনভাবে সুবিধাভোগী হবে-এটা ভাল হবে। multiple network কে ব্যবহার করে familyতে থাকা সকল বয়সের তথা children, youth এবং young adults দেরকেই টার্গেট গ্রুপ বানাতে হবে। যেহেতু family নিয়ে যে প্রোগ্রাম হবে সেখানে Parental involvement থাকবে আবার শিশুরাও থাকবে তাই কিছু শিক্ষামূলক আবার কিছু আনন্দদায়কভাবে সময় কাটানোর মত আয়োজন থাকতে হবে। কিছু সময় নারীরা নারীদের সাথে-শিশুরা শিশুদের সাথে- পুরুষেরা পুরুষদের সাথেই কাটানোর সুযোগ রাখা যেতে পারে আবার কিছু সময় একত্রে কাটানোর ব্যবস্থাও থাকতে পারে।দেশের বাইরে যেভাবে দেশাত্ববোধ-স্বজাতির চেতনা-শিকড়ের সংস্কৃতির অনুভূতিগুলো সক্রিয় হওয়ায় community গড়ে ওঠে community partnerships তৈরি হয় বাংলাদেশে সেভাবে হবে না।
কমিউনিটি ডেভেলপমেন্ট চিন্তা করে সোশ্যাল ডেভেলপমেন্টকে ভুলে গেলে চলবেনা।সোশ্যাল ডেভেলপমেন্টের বৃহৎ চিন্তাকে বাস্তবায়ন করতে গেলে কমিউনিটিগুলোর উন্নয়ন হতে হবে। সব কমিউনিটি উন্নত হলে সোসাইটি উন্নত বলা যাবে তবে সমাজের উন্নয়ন হয়েছে বললেই সব সম্প্রদায়ের উন্নয়ন হয়েছে বুঝায়না।ফ্যামিলির সাথে ফ্যামিলির সুসম্পর্ক তৈরির সেতুবন্ধন হিসাবে এটি বিবেচিত হবে।আপনি যখন ফ্যামিলি মুভমেন্ট বলেন তখন তার পলিসি নির্ধারণে বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিশু-কিশোর-নারী-পুরুষ সব বযসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। যারা জ্ঞানে অগ্রসর তারা জ্ঞানে পশ্চাদপদদের মাঝে জ্ঞান বিতরণকে গুরুত্ব দিবে, যারা বেশি সম্পদশালী তারা অর্থনৈতিকভাবে দুর্বল সংকটাপন্ন পরিবারগুলোকে সাহায্য-সহযোগিতা করবে। এটি খুবই গুরুত্বপূর্ণ যে সময়ের দাবি অনুযায়ী উপযুক্ত প্রোগ্রাম ঠিক করা এবং প্রোগ্রামানুযায়ী আকর্ষণীয় প্রোজেক্ট সাজানো। এক্ষেত্রে চিন্তা গবেষণার প্রয়োজন আছে এবং সব বয়সীদের মতামতকে গুরুত্ব দেয়ার ব্যাপার আছে।
এমন কিছু ব্যাপার অবশ্যই থাকতে হবে যাতে নতুনত্ব থাকবে, উদারতা থাকবে, চমৎকৃত করার মত উপাদান থাকবে।আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করার স্বার্থে হালকা কোন বিষয় অন্তর্ভুক্তকরণ নয় বরং প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জ্ঞানবৃদ্ধির আয়োজনটা থাকতে হবে। concept ক্লিয়ার না হলে তাদের দ্বারা সঠিক strategyনেয়া অসম্ভব।নতুন নতুন ধারণা, পদ্ধতিগত ক্রমোন্নতি এবং ধারাবাহিক চর্চা সক্রিয় ও আন্তরিক মানুষদের দ্বারা সম্ভব হবে।চাহিদার আলোকে প্রয়োজনীয় conference ও workshop আয়োজন করা যেতে পারে। বিশেষ কোন ব্যাপারে দক্ষতা বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণের প্রয়োজন হতে পারে।একটি website থাকতে পারে যেখানে updated information থাকবে, বিভিন্ন সামাজিক গবেষণার ফলাফল থাকবে, যুগোপযুগী ধারণা-তত্ত্ব-তথ্য থাকবে। prospective memberদের কাছে এ’মুভমেন্টের ব্যাপারে অন্যদেরকে বলার মত যৌক্তিক approach থাকতে হবে, সংশ্লিষ্টরা কি benefit পাবে কিংবা উদ্যোক্তারা কি service দিবে তা স্পষ্ট হতে হবে।সকল বয়সী কিংবা সকল শ্রেণীর পরিবারকে ভেবে পরিকল্পনা হবে নাকি শুধুমাত্র economically এবং educationally অগ্রসর তাদেরকে বাছাই করা হবে।
©somewhere in net ltd.