নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Family to Family Network সৃষ্টি মানে এমন একটি কমন প্লাটফর্ম তৈরি করা যেখানে অনেকগুলো Family এর Involvement থাকবে।পরিবারগুলোর মধ্যে সুখ দু:খের ভাগাভাগি থাকবে, সমন্বিত কিছু উদ্যোগ ও প্রচেষ্টা থাকবে। main focus টাতে যদি এমন দৃষ্টিভঙ্গি থাকে যে সংশ্লিষ্ট সবাই কোন না কোনভাবে সুবিধাভোগী হবে-এটা ভাল হবে। multiple network কে ব্যবহার করে familyতে থাকা সকল বয়সের তথা children, youth এবং young adults দেরকেই টার্গেট গ্রুপ বানাতে হবে। যেহেতু family নিয়ে যে প্রোগ্রাম হবে সেখানে Parental involvement থাকবে আবার শিশুরাও থাকবে তাই কিছু শিক্ষামূলক আবার কিছু আনন্দদায়কভাবে সময় কাটানোর মত আয়োজন থাকতে হবে। কিছু সময় নারীরা নারীদের সাথে-শিশুরা শিশুদের সাথে- পুরুষেরা পুরুষদের সাথেই কাটানোর সুযোগ রাখা যেতে পারে আবার কিছু সময় একত্রে কাটানোর ব্যবস্থাও থাকতে পারে।দেশের বাইরে যেভাবে দেশাত্ববোধ-স্বজাতির চেতনা-শিকড়ের সংস্কৃতির অনুভূতিগুলো সক্রিয় হওয়ায় community গড়ে ওঠে community partnerships তৈরি হয় বাংলাদেশে সেভাবে হবে না।
কমিউনিটি ডেভেলপমেন্ট চিন্তা করে সোশ্যাল ডেভেলপমেন্টকে ভুলে গেলে চলবেনা।সোশ্যাল ডেভেলপমেন্টের বৃহৎ চিন্তাকে বাস্তবায়ন করতে গেলে কমিউনিটিগুলোর উন্নয়ন হতে হবে। সব কমিউনিটি উন্নত হলে সোসাইটি উন্নত বলা যাবে তবে সমাজের উন্নয়ন হয়েছে বললেই সব সম্প্রদায়ের উন্নয়ন হয়েছে বুঝায়না।ফ্যামিলির সাথে ফ্যামিলির সুসম্পর্ক তৈরির সেতুবন্ধন হিসাবে এটি বিবেচিত হবে।আপনি যখন ফ্যামিলি মুভমেন্ট বলেন তখন তার পলিসি নির্ধারণে বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিশু-কিশোর-নারী-পুরুষ সব বযসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। যারা জ্ঞানে অগ্রসর তারা জ্ঞানে পশ্চাদপদদের মাঝে জ্ঞান বিতরণকে গুরুত্ব দিবে, যারা বেশি সম্পদশালী তারা অর্থনৈতিকভাবে দুর্বল সংকটাপন্ন পরিবারগুলোকে সাহায্য-সহযোগিতা করবে। এটি খুবই গুরুত্বপূর্ণ যে সময়ের দাবি অনুযায়ী উপযুক্ত প্রোগ্রাম ঠিক করা এবং প্রোগ্রামানুযায়ী আকর্ষণীয় প্রোজেক্ট সাজানো। এক্ষেত্রে চিন্তা গবেষণার প্রয়োজন আছে এবং সব বয়সীদের মতামতকে গুরুত্ব দেয়ার ব্যাপার আছে।
এমন কিছু ব্যাপার অবশ্যই থাকতে হবে যাতে নতুনত্ব থাকবে, উদারতা থাকবে, চমৎকৃত করার মত উপাদান থাকবে।আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করার স্বার্থে হালকা কোন বিষয় অন্তর্ভুক্তকরণ নয় বরং প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জ্ঞানবৃদ্ধির আয়োজনটা থাকতে হবে। concept ক্লিয়ার না হলে তাদের দ্বারা সঠিক strategyনেয়া অসম্ভব।নতুন নতুন ধারণা, পদ্ধতিগত ক্রমোন্নতি এবং ধারাবাহিক চর্চা সক্রিয় ও আন্তরিক মানুষদের দ্বারা সম্ভব হবে।চাহিদার আলোকে প্রয়োজনীয় conference ও workshop আয়োজন করা যেতে পারে। বিশেষ কোন ব্যাপারে দক্ষতা বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণের প্রয়োজন হতে পারে।একটি website থাকতে পারে যেখানে updated information থাকবে, বিভিন্ন সামাজিক গবেষণার ফলাফল থাকবে, যুগোপযুগী ধারণা-তত্ত্ব-তথ্য থাকবে।prospective memberদের কাছে এ’মুভমেন্টের ব্যাপারে অন্যদেরকে বলার মত যৌক্তিক approach থাকতে হবে, সংশ্লিষ্টরা কি benefit পাবে কিংবা উদ্যোক্তারা কি service দিবে তা স্পষ্ট হতে হবে।সকল বয়সী কিংবা সকল শ্রেণীর পরিবারকে ভেবে পরিকল্পনা হবে নাকি শুধুমাত্র economically এবং educationally অগ্রসর তাদেরকে বাছাই করা হবে।
বোধ হয় Family base activities বাড়াতে পারলে একধরনের Family base movement তৈরি হবে। এক্ষেত্রে যুক্তিসংগত কারণেই Family to Family network বাড়াতে Formal কিংবা Informal সংগঠন তৈরি করতে হবে। rural এরিয়ার চেয়ে suburban এলাকায় এধরনের কাজের সুযোগ বেশি হবে আবার suburban এর চেয়ে urban area তে কাজের সুযোগটা বেশি হবে বা কাজের ধরনে ভিন্নতা থাকবে। যদি এচিন্তাটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার ইচ্ছা থাকে তবে শ্রেণীগত ভিন্নতাটাকে বিবেচনায় এনে স্তরায়ন হতে হবে। অবশ্য কি কি বিষয় বিবেচনায় আনতে হবে তা ঠিক করতে হবে মূলত কোন উদ্দেশ্য হাসিল করতে চান তার উপর ভিত্তি করে।
যেহেতু সম্পর্কটা হবে পরিবারের সাথে পরিবারের সেহেতু পরিবারের সব বয়সী সদস্যদের কথা ভাবতে হবে।পরিবারের গুণগতমান উন্নয়ন এবং পরিবারগুলোকে সামাজিক উন্নয়নে ভুমিকা রাখার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। social network এর মৌলিক ভিত্তি হিসাবে Family network কাজ করলে ছোট বড় সবার learning বাড়বে, পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হবে এবং পরিবারগুলোর মধ্যকার আন্ত:সম্পর্ক community development এর ক্ষেত্রেও সহায়ক হবে।
সবার প্রিয় লোকমান ভাই সামাজিক আন্দোলনের প্রায়োগিক দিক নিয়ে লেখাকে গুরুত্ব দিয়েছেন, পরিকল্পনা ও কর্মকৌশল নিয়ে ভাবতে বলেছেন। মিশন ভিশন বাস্তবায়নের জন্যে কোর্স ম্যাটেরিয়ালস তৈরীর ব্যাপরটিও তার মাথায় আছে। Expert knowledge ছাড়া এসব ব্যাপারে লিখাটা বোধহয় আমার ক্ষুদ্র সামর্থ্যে অসম্ভব তবে চেষ্টা করা যেতে পারে।
অভিভাবককে ভুলে গেলে চলবেনা, Every child learns in his or her own way. আপনি বাবা মা যাই হোন Imagine your child brighter, happier, and more confident. অনেকে ভালমানের স্কুলে সন্তানকে পাঠাতে পারলেই তৃপ্তির ঢেকুর গিলেন।ভেবে দেখেছেন- Is your child happy in school? উন্নত দেশগুলোতে Parent-behavior training আছে, এমন খেলনা দেয়া হয় যার মাধ্যমে আনন্দ ও শিক্ষা দুটো পায়। তারা মনে করে- learning time can be play time, too.
আমাদের দেশে Family Education নিয়ে কোন ট্রেনিংয়ের ব্যবস্থা নেই। ভেবে দেখুনতো How to make your home educationally sound and how to support the educations process for your child. এ জায়গাটাতে কাজ হতে পারে। পারেন তো Supply reading materials for parents to develop their own family plans. বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রী নিয়েও আমাদের দেশে অনেক মেয়ে গৃহিনী হিসাবে জীবন যাপন করেন। কম শিক্ষিত শুধু নয় অনেক উচ্চশিক্ষিত House wife-রাও Homework টাকেই ঠিকমত Handling করতে পারেন না।তারাতো জানেনই না Strategies to make homework time more effective and easier on the whole family. প্রশিক্ষিত হলে parents can do with their children to prepare them for the new adventure. যদি আমরা approachable communication based parenting course করাতে পারি যার মাধ্যমে parents and their children learn skills that lead to better communication, discipline and understanding. বাবা মা সন্তানকে শেখাবেন how to problem-solve and interact positively. দম্পতিদের জন্যে এমন প্রশিক্ষণ হতে পারে যে Life-long skills এর মাধ্যমে এমন অভ্যাস তৈরি হবে যা applicable to every facet of one's life.
আপনি যদি বাবা বা মা হন তবে Learn ways to build self esteem, helping your child become a great citizen. সেক্ষেত্রে Parents Role নিয়ে Conferences (What to expect, what to ask, and what to bring) হতে পারে। যেহেতু The family unit will be focus of this movement. সেহেতু work together to promote relation between each other, to produce new and useful knowledge and practices, to improve strengthen families, and enhance learning and development.
আমি মনে করি Family Education টা খুব গুরুত্বপূর্ণ।Family Education Plan হচ্ছে, a framework to achieve successful life-long learning, the outcome of which will strengthen and enrich the overall well-being of the family. Family বিচ্ছিন্ন কিছু না, সমাজের বাস্তবতা বুঝার পাশাপাশি Family-এর বাস্তবতাও বুঝা জরুরী।সেজন্যে capacity of families to function effectively must give emphasized. Need পূরণ না হলে শূণ্যতা তৈরি হয় আর শূণ্যতা পূরণে নানান ধরনের support লাগে। প্রশ্ন হলো-কিservice দিবেন, কেন service দিবেন,কিভাবে service দেবেন,কাদেরকেservice দিবেন, কোথায় serviceদিবেন, কারা service দিবেন।
©somewhere in net ltd.