নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃদ্ধ আগামীর প্রত্যেয়

আনিসুর রহমান এরশাদ

আমি আমার দেশকে অত্যন্ত ভালবাসি ।

আনিসুর রহমান এরশাদ › বিস্তারিত পোস্টঃ

অযোগ্য মানুষ বিপদজনক

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩

অযোগ্য মানুষ যে কতটা বিপদজনক তা তাকে কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব না দিলে হাড়ে হাড়ে টের পাওয়া সম্ভব নয়। তারা দুর্বলকে আশ্রয় করে সবল হতে চান এবং শক্তিমানকে এড়াতে পেরে নিজেকে নিরাপদ ভাবেন। ভীরু কাপুরুষরাই নিজেদের অক্ষমতাকে গোপন রাখতে সক্ষমদের থেকে দূরে থাকতে চান।

মান উন্নয়নের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির ভুমিকায় মানের যদি আরো অবনতি ঘটে তাহলে কি দুরাবস্থাই না হয়। এর পরও যদি সামর্থ্যবন ব্যক্তিকে অক্ষম প্রমাণের প্রয়াসে তৎপরতা চালানো হয় তা কতই না কুৎসিৎ দেখায়।

আমার এক বন্ধু মজা করে বলছিলেন, অযোগ্য বলে কেউ নেই। টিকে থাকার জন্যেও যোগ্যতা দরকার। কেউ বলায় যোগ্য, কেউ লেখায় যোগ্য আর কেউ করায় যোগ্য। আসলে কেউ তৈল দিতে পছন্দ করে, কেউ খাইতে পছন্দ করে। হজমও এক ধরনের যোগ্যতা। ফলে অস্তিত্ব আছে মানেই যোগ্যতা আছে। প্রশ্ন উঠতে পারে যোগ্যতার রকমফের নিয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.