নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃদ্ধ আগামীর প্রত্যেয়

আনিসুর রহমান এরশাদ

আমি আমার দেশকে অত্যন্ত ভালবাসি ।

আনিসুর রহমান এরশাদ › বিস্তারিত পোস্টঃ

রূপের রহস্য উন্মোচনের পরেই গুণের সন্ধান

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৫

চন্দ্র সর্বত্রই চন্দ্র। চন্দ্রের রূপ সর্বত্রই এক। এটির রূপ পাল্টায় না। কিন্তু মানুষ রূপ পাল্টায়। সুবিধার জন্য স্বার্থপরতা ও চতুরতার আশ্রয় নেয়। তাই মানুষ নিয়ে কাজ করা বড়ই কঠিন। এটি সত্য যে শুধু রূপ-সৌন্দর্য আকর্ষণের একমাত্র উপায় নয়। রূপের প্রভাবটা অনেক সময় রহস্যে পরিপূর্ণ থাকে। যে এই রহস্য উন্মোচন করতে পারে সেই গুণের সন্ধান পায়।

কেউ রূপের আকর্ষণে সুন্দর হাসির আহ্বানে সহজেই সাড়া দিয়ে পৃথিবীতেই স্বর্গসুখের আশা করে। মানতে দ্বিধা নেই, মানুষের শ্রেষ্ঠ অলংকার হাসি। তবে সব হাসিকেই গ্রহণ করব কি করব না সেটি চিন্তার ব্যাপার। সৃষ্টিশীল মানুষের স্বপ্ন থাকাটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার পূর্বশর্ত। এ পূর্বশর্ত যিনি পূরণ করেন তিনি প্রচণ্ড আত্মবিশ্বাসী হন । এদের বিশাল চিন্তা ও মুক্তমন অন্যদেরও নতুন প্রেরণায় উজ্জীবিত করে। তাই কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব গঠনে উদারতার প্রয়োজনীয়তা ও সংকীর্ণতামুক্ততার অপরিহার্যতা নি:সন্দেহে গুরুত্বপূর্ণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.