নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেখা হবে একদিন

আমি বাংলাদেশী ।

দেখা হবে একদিন

আমি বাংলাদেশী।

দেখা হবে একদিন › বিস্তারিত পোস্টঃ

ল্যাবেই তৈরি হবে নাক-কান

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৩

আর সেই দিন দূরে নয় যখন ল্যাব অর্থাৎ প্রয়োগশালায় নাক ও কান ফলানো হবে এবং সেই নাক ও কান আবার মানুষের শরীরে প্রতিস্থাপনও করা হবে৷ মাথার উপর দিয়ে গেল তো গোটা ব্যাপারটা? যাওয়াটাই ঠিক৷ তবে এই তথ্য এক্কেবারে ষোল আনা খাঁটি৷ ব্রিটিনের বৈজ্ঞানিকরাই এই ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়া উদ্যোগ করছেন৷



লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রীট হাসপাতালের ডাক্তারেরা মানব শরীরের স্টেম সেল বের করে কার্টিলেজ বা তরুণাস্থি বিকশিত করে ফেলেছন৷ তারা আশা করছেন, জন্ম থেকে মাইক্রোটিয়া রোগের শিকার রোগীদের উপর ও দুর্ঘটনাগ্রস্ত লোকেদের নাক ও কান তৈরি করতে এটি কাজে দেবে৷



আপনাদের জানিয়ে রাখি মাইক্রোটিয়ায় শিকার ব্যক্তিদের জন্ম থেকেই কানের বাইরের অংশ ঠিক করে বিকশিত হয় না৷ বর্তমানে এই ধরনের রোগের শিকার ব্যাক্তিদের কান তৈরির জন্য চিকিৎসকেরা শিশুদের তরুণাস্থি ব্যবহার করে কান তৈরি করে শিশুদের ওই অংশে প্রতিস্থাপন করেন৷



এখন এই নতুন পদ্ধতির মাধ্যমে ডাক্তারেরা শিশুর শরীর থেকে ছোট মাপের মেদের টুকরো বের করবেন৷ এই টুকরো থেকেই স্টেম সেল বের করেই একে বিকশিত করা যাবে৷ কানের আকারের একটি কাঠামো স্টেম সেলের সলিউশনে রাখা হবে৷ এতে কোষগুলি কাঠামোর আকারই ধারন করবে৷ এই প্রক্রিয়ায় রসায়নের ব্যবহারের মাধ্যমে স্টেম সেলকে কার্টিলেজ সেলে রূপান্তরিত করা হবে৷ তবে দৈনিক এক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী এই পদ্ধতির সাহায্যে কান তৈরি করা গেলেও শোনার শক্তি বৃদ্ধি করা সম্ভব হবে না৷



গ্রেট অরমন্ড স্ট্রীট হাসপাতালের প্লাস্টিক সার্জন নীল বুলস্ট্রোড জানিয়েছেন, এটি সত্যিই রোমাঞ্চকর যে, বাস্তবে স্টেম সেলের সাহায্যে কার্টিলেজ তৈরি করা যেতে পারে৷ এটি সত্যিই খুব বড় এক উপলব্ধি৷

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৩

খাটাস বলেছেন: সাঙ্ঘাতিক ব্যাপার। শিশুদের জন্য তো নেগেটিভ ইফেক্ট নিয়ে আসতে পারে। :||

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.