![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরোক্ষ ধূমপানের প্রভাবে শিশুদের ধমনী স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর এতে পরবর্তী জীবনে তাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন গবেষকরা।ধূমপান করা হয় এমন বাড়িতে বেড়ে ওঠা শিশুদের শরীরে কি ধরনের পরিবর্তন হয় তা নির্ণয়ে ফিনল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এই গবেষণা চালানো হয়েছিল।৩ থেকে ১৮ বছর বয়সী দুই হাজার শিশুর ওপর পরীক্ষা চালিয়ে গবেষকরা দেখেছেন যাদের মা-বাবা দুজনই ধূমপান করে তাদের ধমনীর ক্ষতির শিকার হওয়ার সম্ভাবনা বেশি।আল্ট্রাসাউন্ড স্ক্যানের মাধ্যমে দেখা যায়, ধূমপায়ী মা-বাবার সন্তানদের ঘাড় বা মাথা পর্যন্ত প্রধান ধমনীর দেয়ালের ঘনত্ব বেড়ে যায়। মস্তিষ্কে রক্ত সংবহনের প্রধান ধমনীর এই পরিবর্তনে প্রথমে কোন ক্ষতি ধরা না পড়লেও শিশুরা যখন বড় হয়ে যায় তখন এর ক্ষতিকর প্রভাব চোখে পড়ে।
পরোক্ষ ধূমপানে শিশুদের ধমনীর যে অপূরণীয় ক্ষতি হয় তা কোনোভাবেই সারানো সম্ভব হয় না বলে জানান গবেষণার লেখক ডা. সিয়েনা গল। তাই যারা মা-বাবা হয়েছেন বা সামনে মা-বাবা হতে যাচ্ছেন তাদের ধূমপান ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন সিয়েনা গল। আর ধূমপান ছেড়ে দিলে নিজেরাতো উপকৃত হবেনই সেই সঙ্গে ভবিষ্যতে সন্তানের স্বাস্থ্যও সুরক্ষিত থাকবে বলে জানিয়েছেন তিনি।
সকল শিশুকেই পরোক্ষ ধূমপান থেকে সুরক্ষিত রাখা উচিৎ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।পরোক্ষ ধূমপানে স্বাস্থ্যের ক্ষতির ব্যাপারে সবাই জানলেও এই গবেষণা শিশুদের পরবর্তী জীবনে হৃদরোগে আক্রান্ত হওয়া রোধে পরোক্ষ ধূমপানকে নিবৃত্ত করবে বলে আশা করেন বৃটিশ হার্ট ফাউন্ডেশনের জ্যেষ্ঠ হৃদরোগ সেবিকা ডোরিয়েন ম্যাডডক।ডোরিয়েন ম্যাডডক বলেন, ‘পরোক্ষ ধূমপান থেকে শিশুদের রক্ষার সব থেকে ভালো উপায় বাবা-মায়ের ধূমপান ছেড়ে দেওয়া। আর যদি তা করতে নিতান্তই অপারগ হন, তাহলে অন্তত বাড়িতে বা গাড়িতে বসে সিগারেট ফুঁকবেন না। এটা আপনার প্রিয় সন্তানের জন্য মন্দের ভালো’। সূত্র : বিবিসি।
২| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৪
দেখা হবে একদিন বলেছেন: আপনার জন্য ওয়েল কাম
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪১
আবু রায়হান রাকিব বলেছেন: সচেতন পোষ্ট, ধন্যবাদ তাই।