![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিকামী বাঙ্গালী জাতির মুক্তি যুদ্ধের অনুপ্রেরনার একটি নিউক্লিয়াস। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সবাইকে জানাচ্ছি আজকের প্রথম প্রহরে উদিত সূর্যের রক্তিম শুভেচ্ছা।
পক্ষান্তরে যারা এমন একটি দিবসকে পুঁজি করে দেশের শ্রমজীবি মানুষের অর্জিত অর্থ হাতিয়ে নিয়ে নিজেদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কোটি কোটি টাকা
অপচয় করে বড় বড় বিলবোর্ড, পেস্টুন, ব্যানার, পোষ্টার ছাপিয়েছে তাদের জন্য রইল আমার জীবনের সমস্ত ঘৃণা-অভিশাপ। তীব্রধিক্কার জানাচ্ছি সুযোগ সন্ধানি
ঐ সব ব্যাক্তি বিশেষকে। ঘৃণা প্রকাশের কোন ভাষা খুজে পাচ্ছি না। শুধু একটি ছোট উদাহরণ দিয়েই শেষ করব। গতকাল আমার প্রাতিষ্ঠানিক কাজে কাশিমপুর গিয়েছিলাম।
নবীনগর থেকে B.K.S.P এর কাছে একটি জায়গার নাম শ্রীপুর। শ্রীপুর থেকে সহজেই হাতের ডান দিকে রাস্তা দিয়ে কাশিমপুরে যাওয়া যায়। প্রায় ৮-১০ কিলোমিটারের
মত রাস্তা হবে। অসংখ্য কলকারখানা ও বিশাল জনবহুল সমৃদ্ধ এই রাস্তা দিয়ে কাশিমপুর পৌঁছাতে আমার সময় লাগলো প্রায় আড়াই ঘণ্টা। রাস্তার দুরাবস্থা স্বচোক্ষে না দেখলে
বিশ্বাস করা কঠিন। গাবতলী থেকে শুধু নবীনগর পর্যন্ত সরকার দলীয় নেতা কর্মীদের বিলবোর্ড, পেস্টুন, ব্যানার, পোষ্টারে যত টাকা অপচয় করেছে যদি ঐ টাকার হিসাব করা
হয় তবে ঐ রকম একটি রাস্তা অনায়াসেই মেরামত করা সম্ভব। আমি বুকে হাতরেখে বলতে পারি সাধারণ মানুষ তাদের এইসব ছবি সম্ভলিত শুভেচ্ছা-স্বাগতমের যে কত বেশি
বিরক্ত বলার অপেক্ষা রাখে না। যদি এইসব কর্মকান্ডই মুক্তি যুদ্ধের চেতনা হয় তো এমন চেতনাময় দিবস গুলোর আসল মহার্ত্য মানুষ হয়তো একদিন ভূলেই যাবে।
নিজের অাত্মপ্রচারের জন্য দিবসের সন্ধানে ব্যস্ত এমন সব নর্দমার কীটদের অপতৎপরতা বন্ধ করা পুরোজাতির জন্য মঙ্গল জনক ।
গোলাম রসূল (রিপন) নোয়াখালী ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। 01712176054
©somewhere in net ltd.