নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ইচছা তাই

nijeke nijer modhe lukiye rakhte chai..............

আনমনে

নিজেকে নিয়ে কখনো ভাবিনি।

আনমনে › বিস্তারিত পোস্টঃ

আসুন অনন্ত জলিল এর গানা (ঘানা) সর্ম্পকে জানি

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৪

গানা (ঘানা) পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। গানার (ঘানা) পশ্চিমে আইভরি কোস্ট, উত্তরে বুর্কিনা, পূর্বে টোগো এবং দক্ষিণে গিনি উপসাগর অবস্হিত। ঘানা মানে "ওয়ারিয়র কিং "। আধুনিক ঘানা কয়েকশত মাইল উত্তর-পশ্চিমে ঊর্ধ্ব নাইজার নদীর তীরে অবস্থিত, মধ্যযুগীয় সাম্রাজ্য ঘানার নামে দেশটির নামকরণ করা হয়। ঘানা যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।১৯৫৭ সাল পর্যন্ত এটি গোল্ড কোস্ট নামের একটি ব্রিটিশ উপনিবেশ ছিল।



ঘানার পতাকা





ঘানার মানচিত্র



গানার (ঘানা) রাজধানী ও বৃহত্তম শহর আক্রা। ঘানার অফিসিয়াল ভাষা ইংরেজি। ইংরেজি সরকারী ভাষা হলেও বেশির ভাগ ঘানাবাসী কমপক্ষে একটি আফ্রিকান ভাষায় কথা বলতে পারেন।এই দেশটিতে ১০০-রও বেশি জাতির লোকের বাস।



গানার (ঘানা) রাজধানী আক্রা।





আক্রা



Kwame Nkrumah সমাধিস্তম্ভ



কৃষি দেশটির অর্থনীতির মূল ভিত্তি এবং স্বর্ণখনিশিল্প, চকোলেটের উপাদান কোকোয়া উৎপাদন, এবং পর্যটন দেশটির আয়ের প্রধান উৎস।এখানকার বেশির ভাগ লোকই দরিদ্র।









ঘানার আয়তন: মোট ২৩৮,৫৩৫ বর্গকিমি (৮৩তম) ৯২,০৯৮ বর্গমাইল। জনসংখ্যা: (২০০৯) আনুমানিক ২৩,৮৩২,৪৯৫ ঘনত্ব ৯৯.৯১ /বর্গকিমি (১০৩তম) ২৫৮.৮ /বর্গমাইল। মুদ্রা: ঘানাইয়ান সিডি (GH ₵) (GHS)



ঘানার খাদ্য







ঘানার লেক Volta পৃথিবীর বৃহত্তম জলাধার।







লেক Volta



ফুটবল এদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। ফিফা বিশ্বকাপ ২০১০ এ ঘানা তৃতিয় আফ্রিকান দেশ হিসাবে কোয়াটার ফাইনালে যায়। এর আগে ক্যামেরুন ১৯৯০ এবং সেনেগাল ২০০২ কোয়াটার ফাইনালে কোয়ালিফাই করে।



ঘানার ডাকটিকেট



ঘানার সৈকত







কি যাবেন নাকি ঘানায়? বাংলাদেশে ঘানার এম্বাসি নেই। বাংলাদেশ থেকে ঘানার ডাইরেক্ট ফ্লাইট নেই।









তথ্যসুত্র: গুগুল এবং উইকি

মন্তব্য ৩১ টি রেটিং +০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৪

নীলপথিক বলেছেন: মারহাবা, এত্ত তথ্য একসাথে !!! আর ইউ পোম গানা?

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৮

আনমনে বলেছেন: আই এম পোম বাংলাদেশ.....

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৪০

হযবরল আমি বলেছেন: আই থিনক, ইউর পম গানা।
...
অনেক ভাল লাগল আপনার পোষ্টটা ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০১

আনমনে বলেছেন: ধন্যবাদ। ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৪৪

বিডি আমিনুর বলেছেন: এত কিছু কি করে জানেন !!! আর ইউ পোম গানা?

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০২

আনমনে বলেছেন: হা হা হা :-P ;) ;) ;)

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:১২

পি পি বলেছেন: ইউ পম গানা ?

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৩

আনমনে বলেছেন: নো ম্যান আই এম পোম বাংলাদেশ।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৪

শিপু ভাই বলেছেন:
সবই ভাল্লাগছে মাগার মাইয়াগুলা দেখলে আর যাইতে মঞ্চায় না!!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৯

আনমনে বলেছেন: কেনো ভাই? আপনার প্রিয় কাওকে নিয়ে যাবেন তাহলেই তো হলো ....।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৯

লেখাজোকা শামীম বলেছেন: সবাই দেখি জলিলের ডায়ালগই মারে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১৮

আনমনে বলেছেন: হুমমমমম :(( :(( ...... পড়ার জন্য ধন্যবাদ।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩০

কিংবদন্তী হাসিব বলেছেন: জইললা ইজ পম হয়ার?

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০৪

আনমনে বলেছেন: যতদুর জানি জলিল পোম বাংলাদেশ... কিন্তু সে পড়াশুনা করেছে মানসিস্টার থেকে =p~ =p~ এরপর সে কমিনেকেশন উ্ইট হিস কাষ্টমারস্‌ :-/ :P =p~ B:-/ :P

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩০

বিষন্ন পথিক বলেছেন: জলিলরে ভালা পাই, গানাকেও

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩৮

আনমনে বলেছেন: আমি ও জলিলরে ভালা পাই কিন্তু গানায় কখন যাই নি..। আপনি গানাকে কেন ভালো পান, ইউ পোম গানা :P :P :P =p~

_________________________
I added cool smileys to this message... if you don't see them go to: http://s.exps.me

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪৪

আরিফ আরাফাত রুশো বলেছেন: কিন্তু ঘানার মাথাপিছু আয় কিন্তু বাংলাদেশ থেকে বেশি!!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৬

আনমনে বলেছেন: হুম গানার জিডিপি - মাথাপিছু $১,৫৭১.৮২ বাংলাদেশের জিডিপি - মাথাপিছু $১,৪৭০.৩৮... #:-S #:-S :#> :#> B:-/ B:-/

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫০

জালিস মাহমুদ বলেছেন: :D:D:D :D:D:D

২৯ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫০

আনমনে বলেছেন: ;) ;) ;) ;) ;) ;)

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৮

নিওফাইটের রাজ্যে বলেছেন: ব্যাপক জ্ঞানমূলক পোস্ট! গানা সম্পর্কে জানতে পেরে আমি গর্বিত :D :D

গানার প্লাস না দিলে জ্বলিল স্যার মাইন্ড করবে :P

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

আনমনে বলেছেন: ধন্যবাদ ফর +++++++ পোম গানা। আর ইউ পোম গানা?

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩৯

আদৃতা হাসান বলেছেন: ঘানার মাথাপিছু আয় বাংলাদেশ থেকে বেশি!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

আনমনে বলেছেন: হুম গানার জিডিপি - মাথাপিছু $১,৫৭১.৮২।

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০২

একজন আরমান বলেছেন:
আর ইউ পম ঘানা? B:-) B:-) B:-) ;) ;) ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

আনমনে বলেছেন: না ভাই আই এম পম সোনার বাংলাদেশ।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৭

সুদীপ্ত কর বলেছেন: গানা জাইতে মনচায়

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

আনমনে বলেছেন: বাংলাদেশে ঘানার এম্বাসি নে।

১৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭

মার্ক বিপ্লব(ওমিগা) বলেছেন: ইউ পম গানা ?

১৬| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬

আনমনে বলেছেন: হা হা হা না ভাই আমি মেড ইন বাংলাদেশ।

১৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:৩২

শ্যামল জাহির বলেছেন: গানা'কে জানলাম।

ভাল লাগা রইলো।

শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.