নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যকোথাও অন্য কোনোখানে- বিজয়ের গানে!

http://www.myspace.com/423882880/music/songs/31785002

অন্যআনন

আবেগের চোখে নয়, সম্ভাবনার চোখে

অন্যআনন › বিস্তারিত পোস্টঃ

ফ্রি অফারের একটি ব্যয়বহুল অভিজ্ঞতা

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৮

স্বপ্ন কাকে বলে?

ফ্রয়েড মশাই যাই বলেন না কেন বাংলাদেশের সুপার-শপ স্বপ্ন কিন্তু আমাদের দেখাচ্ছে বাস্তব স্বপ্ন। দূর্মূল্যের বাজার থেকে কম দামে পণ্য কেনার স্বপ্ন। আমি কিন্তু খুবই উৎসাহিত হয়ে উঠেছি তাদের স্বপ্নের কাজ-কারবার দেখে। এইতো দুদিন আগে যশোর ঘুরে এলাম, ছোট্ট শহরে উল্লেখযোগ্য কিছু না দেখলেও, দেখলাম স্বপ্ন। সুপার-শপের নির্ঝঞ্ঝাট পরিবেশে বাজার করতে যে শ্রেণী ইতস্তত বোধ করতো তাদের কাছে টানার দারুণ উদ্যোগ নিয়েছে এস ই আই-এর এই স্বপ্ন প্রজেক্ট!



ছোট্ট একটি ফ্রি অভিজ্ঞতা



আমি ব্যক্তিগতভাবে পেপসি কোলার দারুণ ফ্যান। স্বপ্নে গিয়েই তাই পেপসির " ২ লিটার পেপসি কিনলে, ১ টি ম্যাগী নুডুলস প‌্যাক ফ্রি" অফার দেখে খুশি হলাম। কিন্তু অফারের হিসাবটা বুঝলাম না। ২ লিটার পেপসি গায়ের দাম অনুযায়ী ৭০ টাকায় কিনলে , তার সাথে আমি ৬২ গ্রাম ১৩ টাকার ম্যাগী নুডুলস ফ্রি পাবো! কিন্তু আমাকে পে করতে হলো ৮০টাকা। মানে কি?



স্বপ্ন কর্তৃপক্ষকে বললাম, উনি বললেন- এটা ফ্রি এবং কোম্পানি এই রেটেই বিক্রি করতে বলেছে। সাথে সাথে আমাকে তিনি দোকানে ঝোলানো পেপসির এই অফারের ফেস্টুন দেখালেন । কিন্তু কেন আমাকে ১০টাকা বেশি দিতে হচ্ছে? নিলে ওরা দুটোর দামই (৮৩ টাকা) নিতো। এটাকি তাহলে ৩টা ছাড়ের অফার?



আমি ভাবলাম এরকম অপরিস্কার ও ঘোলাটে অফার আমি নিবো না। কিন্তু ততক্ষণে ক্যাশম্যামো রেডি। স্বপ্নের কাউন্টারের তরুণটি তখন আমাকে বললো, স্যার ক্যাশম্যামো হয়ে গেছে, পণ্য ফেরত নিতে পারবো না!

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৪

সামী মিয়াদাদ বলেছেন: এইটা কি স্বৈরতান্ত্রিক পণ্যবাদ, নাকি পণ্যবাদী স্বৈরতন্ত্র?

২| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০২

মহাজাগতিক বলেছেন: দুই লিটারের পেপসির বোতল দিয়া ওগো মাতায় বাড়ি দিতেন! বাড়ি দেওনের পর কইতেন 'বাড়ি দেওয়া হয়া গেছে, আর ফেরত নেওন যাইত না।"

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৬

লালসালু বলেছেন: মহাজাগতিক বলেছেন: দুই লিটারের পেপসির বোতল দিয়া ওগো মাতায় বাড়ি দিতেন! বাড়ি দেওনের পর কইতেন 'বাড়ি দেওয়া হয়া গেছে, আর ফেরত নেওন যাইত না।"
স্বপ্নদোষ!

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৭

অমাবশ্যার চাঁদ বলেছেন: আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে স্বপ্ন সুপার ফ্লপ খাবে। তাদের মধ্যে যথেষ্ট দুই নম্বরী আছে। আমি মাঝে মাঝে বিজয়নগর স্বপ্ন আউটলেটে কেনা কাটা করি। তারা যা করে

১) পত্রিকার এ্যাডে যে রেট দেয় সেই রেটে তারা পণ্য বিক্রি করে না। তা থেকে বেশি দামে বিক্রি করে
২) বাজারদরের সাথে প্রতিদিন তাদের পন্যের মূল্য উঠানামা করে যা অন্যান্য সুপার শপে হয় না
৩) তাজা মাংসের সাথে বাসী মাংস মিলিয়ে বিক্রি করে
৪) তাজা মাছের সাথে বাসী মাছ মিলিয়ে বিক্রি করে, বার্মার রুইমাছ দেশী বলে চালিয়ে দেয়।
৫) নিম্নমানের চাল, ডাল বাজারদরের থেকে কম মূল্য দেখিয়ে বিক্রি করে

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৩

অরণ্যচারী বলেছেন: লেখক এবং অমাবশ্যার চাঁদের অভিজ্ঞতার পরে স্বপ্নে ঢোকাটাই দুঃস্বপ্নের মত লাগতেছে! :(

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৩

ত্রিশোনকু বলেছেন: ছাড়টা ৩ টাকার।আজ বিকেলে আমি ৭০ টাকায় ২ লিটার পেপসি কিনেছি।

আপনি বদলে কিছু নিতে পারতেন ঐ দাম বা কিছু বেশিতে।

তবে চালাকিটা রাগের জন্ম দিচ্ছে।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২১

তিথী ও টাটা বলেছেন: স্যার ক্যাশম্যামো হয়ে গেছে, পণ্য ফেরত নিতে পারবো না! ----

আপনার উচিত ছিল ঠাস করে একটা থাপ্পর দিয়ে 'কাস্টমার সার্ভিস' কারে বলে বুঝিয়ে দেওয়া !!

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১০

শয়তান বলেছেন: এই বুঝি সুপার সপের নমুনা ।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১১

শয়তান বলেছেন: ওদের নাম বদলে দুঃস্বপ্ন রাখতে বলা উচিৎ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.