![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়ে, তুমি চাইলেই যখন তখন
মন খুলে কাঁদতে পারো ।
মনের মাঝে জমাটবাঁধা কষ্টের মেঘগুলোকে
এক নিমিশেই বৃষ্টি করে ঝরিয়ে দিতে পারো ।
কিন্তু আমি চাইলেই যখন তখন কাঁদতে পারি না ।
মনের জমাট কষ্টগুলোকে
বৃষ্টি করে ঝরিয়ে দিতেও পারি না ।
কারণ আমি পুরুষ !
পুরুষের জন্য যে কান্না সাজে না ।
কিন্তু বুকের মাঝে কষ্টের জমাট মেঘগুলো
এতটাই ভারী হয়ে আছে যে
আমি আর এর ভার সইতে পারছি না ।
আমি এবার কাঁদতে চাই,
মন খুলে কাঁদতে চাই...
তাই আমি আজ তৃষ্ণার্ত চাতকের ন্যায়
অপেক্ষায় আছি...
হয়তো বা কোন এক সময়
আকাশ ভেঙ্গে ঝুম বৃষ্টি নামবে
অতঃপর...
সেই বৃষ্টি আর আমার চোখের জল
মিলেমিশে একাকার হয়ে যাবে ।
©somewhere in net ltd.