![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিউশনী বিড়ম্বনা
-আন্ নোমান
ছাত্রী আমার যুবতী এখন
তাই ধরেছে প্রেমের রোগে,
পড়তে বসে উদাস মনে
ভুল করে রোজ যোগ-বিয়োগে ।
কখনো দেখি হা করে সে
তাকিয়ে থাকে আমার দিকে,
যাওয়ার সময় বই ফেলে যায়
ভেতরে 'প্রেমপত্র' লিখে ।
এমন যখন অবস্থাটা
টিউশনী করা বড়ই টাফ,
তাই টিউশনীটা ছেড়ে আজ
আমি হাফ ছেড়ে বাঁচি বাপ ।
©somewhere in net ltd.