![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরত্ রূপের পরী
-আন্ নোমান
আজ আকাশে মেঘ যেন নয়, ভাসছে পেজাতুলো
লাফিয়ে বেড়ায় ঘাসের বনে ঘাসফড়িংগুলো ।
কাঁশফুলেরা দোদুল দোলে নদীর দু'কূল জুড়ে
ফুল-পাখিরা নেচে উঠে বাঁশির সুরে সুরে ।
নীল জোনাকি চুপিসারে টিপ আঁকে রাতের গায়ে
যায় হারিয়ে মনপাখিটা সাদা মেঘের নায়ে ।
ঝিকিমিকি শিশির হাসে কচি দুর্বা ঘাসে
স্বপ্ন রঙিন চোখের কোণে স্বপ্ন শত ভাসে ।
সাদা সাদা শাপলা ফুটে হাসে গাঁয়ের বিল-ঝিল
রাতের বেলা আকাশ জুড়ে হাসে তারা ঝিলমিল ।
শিউলি ফুলের হাসি দেখে হাসে ফুলের বন যে
মাঠপাকা ধান দেখে ভরে কৃষাণীর মন যে ।
নতুন চালে তালের পিঠা খাওয়ার পড়ে ধুম
খোকা-খুকুর দুচোখ থেকে যায় পালিয়ে ঘুম ।
ফুলশিশুরা খেলায় মাতে শুকনো নদীর চরে
রসে ভরা কিসসা শুনি সন্ধ্যায় সাঁঝআসরে ।
হালকা মেঘের ভেলায় চড়ে মিষ্টি মধুর হেসে
মন ভরাতে সবার 'শরত্' এলো বাংলাদেশে ।
'শরত্', 'শরত্', মিষ্টি 'শরত্', 'শরত্' রূপের পরী
ঢেউয়ের মাঝে ভাসিয়ে দেয়া ছোট্ট সোনার তরী ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০১
আন্ নোমান বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । চেষ্টা করবো আরও ভালো করার ।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব একটা মন্দ লাগে নি। তবে আরো ভাল করার সুযোগ ছিল।
কিছু টাইপো আছে। সেগুলো ঠিক করে নিয়েন। তাহলে ভালো হবে। অন্য কবিদের লেখাগুলো আরো পড়ুন, তাহলে শব্দভান্ডার বৃদ্ধির পাশাপাশি কবিতার মান আরো বৃদ্ধি পাবে।
শুভ কামনা রইল। ভালো হোক, মন্দ হোক নিয়মিত লিখুন।