![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুকুমণির সারাদিন
-আন্ নোমান
আব্বু ডাকে খুকুমণি
আম্মু ডাকে লক্ষী,
ভাইয়া ডাকে চাঁদের কণা
আপু ডাকে পক্ষী ।
কেউ বা ডাকে রাজকুমারী
কেউ বা ডাকে পরী,
নিজের মনেই হাসি খেলি
ভাসাই স্বপ্ন তরী ।
আব্বু রাখে মাথায় তুলে
আম্মু রাখে কাঁখে,
একটুখানি সুযোগ পেলেই
উঠি গাছের শাখে ।
ভাইয়া-আপু সবার সাথে
দুষ্টুমিতে মেতে-
হেসে খেলে দিন কেঁটে যায়
স্বপ্নচাদর পেতে ।
©somewhere in net ltd.