![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুলে ভরা জীবন
-আন্ নোমান
পড়তে বসে হয় না পড়া
লিখতে থাকি ছড়া,
রুটিনমাফিক হয় না চলা
ভুলেই জীবন ভরা;
মনীষীদের মতো আমার
হয় না জীবন গড়া ।
হায় রে জীবন ভুলে ভরা,
পাল্টে গিয়ে হতে যদি
ফুলে ভরা !
আসতো ছুটে ঝাকে ঝাকে
ফুল ভোমরা ।
©somewhere in net ltd.