![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ ছেলে
-আন্ নোমান
খুব সাধারণ ছেলে আমি
খু-উ-ব সাধারণ,
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে
ধূসর রঙে
আঁকি নতুন স্বপন ।।
খুব সাধারণ ছেলে আমি
খু-উ-ব সাধারণ,
কখনো কুলি,কখনো মুটে
চাষী হয়ে
ফসল করি বপন ।।
খুব সাধারণ ছেলে আমি
খু-উ-ব সাধারণ,
রঙিন চশমাটাকে ছুড়ে ফেলে
সাদা-কালোয়
সাজাই আমার ভূবন ।।
খুব সাধারণ ছেলে আমি
খু-উ-ব সাধারণ,
ভালোবাসি দেশ,মা,মাটিকে
এই মাটিই
আমার সবচে' আপন ।।
©somewhere in net ltd.