![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা শিশু
-আন্ নোমান
আমরা শিশু ফুলের কুঁড়ি
রূপে-গুণে নেইকো জুড়ি,
ছড়িয়ে দিতে সুবাসটুকু
পুষ্প হয়ে ফুটি ।
আমরা শিশু আলোর পাখি
আলোর পথে তাইতো ডাকি,
ছুঁয়ে যেতে আকাশটা ওই
মেলি ডানা দু'টি ।
আমরা শিশু দুষ্টু-চপল
তাইতো করি রোজ কোলাহল,
ভরিয়ে দিতে হৃদয় সবার
ঝর্ণা হয়ে ছুটি ।
©somewhere in net ltd.