![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুইটি ছেলের গল্প বলি
-আন্ নোমান
দুইটি ছেলের গল্প বলি
শোনো খোকা-খুকি,
একটি ছেলে সুখী ভীষণ
আরেকটি খুব দুখী ।
একটি ছেলে ধনীর দুলাল
ইশকুলে যায় রোজ,
আরেক ছেলে পথের টোকাই
কেউ রাখে না খোঁজ ।
একটি ছেলে ঘুরে-ফিরে
নতুন জামা গায়,
আরেক ছেলে পথে পথে
ঘুরে উদোম গায় ।
একটি ছেলে ফ্যানের নিচে
গাটা যখন জুড়োয়,
আরেক ছেলে রোদে পুড়ে
ময়লা-কাগজ কুঁড়োয় ।
একটি ছেলে খাচ্ছে রোজই
মাছ-মাংস-পোলাও,
আরেক ছেলের ভাগ্যে কভু
জোটে না বুট-ছোলাও ।
আর কতদিন দেখবো বলো
এমনতরো দৃশ্য,
সব ব্যবধান ঘুচিয়ে এবার
চলো গড়ি-
নতুন বিশ্ব ।
©somewhere in net ltd.