নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছের আকাশে মেলি অবারিত ডানা দু\'টি

আন্‌ নোমান

আন্‌ নোমান › বিস্তারিত পোস্টঃ

দেশটা আমার,দেশটা তোমার

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

দেশটা আমার,দেশটা তোমার

-আন্ নোমান



দেশটা আমার,দেশটা তোমার

দেশটা মজুর-চাষার,

দেশটা আমার,দেশটা তোমার

অনেক ভালোবাসার



দেশটা আমার,দেশটা তোমার

দেশটা জেলে-কুলির,

দেশটা আমার,দেশটা তোমার

মায়ের মধুর বুলির ।



দেশটা আমার,দেশটা তোমার

দেশটা কামার-মাঝির,

দেশটা আমার,দেশটা তোমার

দেশটা শহীদ-গাজীর ।



দেশটা আমার,দেশটা তোমার

দেশটা মেথর-তাতীর,

দেশটা আমার,দেশটা তোমার

দেশটা সকল জাতির ।



দেশটা আমার,দেশটা তোমার

দেশটা লেখক-কবির,

দেশটা আমার,দেশটা তোমার

মনকাড়া সব ছবির ।



দেশটা আমার,দেশটা তোমার

দেশটা ঈদ ও পুজোর,

দেশটা আমার,দেশটা তোমার

বৃদ্ধ এবং কুঁজোর ।



দেশটা আমার,দেশটা তোমার

দেশটা ফুল ও পাখির,

দেশটা মোদের সব স্বজনের

খালা-মামী-কাকীর ।



দেশকে নিয়ে তোমার আমার

স্বপ্ন হাজার হাজার,

দেশটা তো নয় দুর্নীতিবাজ

মন্ত্রী এবং রাজার ।



দেশটা আমার,দেশটা তোমার

দেশটা সকল মানবের,

দেশটা তো নয় দৈত্য-দানো

কিংবা কোন দানবের ।



দেশটা আমার,দেশটা তোমার

ভীষণ রকম প্রিয়,

প্রিয় মোদের স্বদেশভূমি

ভালোবাসা নিয়ো ।



(৩০/১১/২০১৩,সায়াহ্ন )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.