![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজয় এনেছি মা
-আন্ নোমান
যেই সূর্য ডুবেছিলো বৃটিশ সেনার হাতে,
সেই সূর্য এনেছি মোরা আলোয় রাঙ্গাতে ।
হাজারটা স্বপ্ন মনে, থাকবো ভীষণ সুখে,
সে সময়ে পাকসেনারা আঘাত হানে বুকে ।
মায়ের বুকের ধন কেড়ে নেয়, জ্বালিয়ে দেয় ঘর,
কথা বলতে থেমে আসে মায়ের কণ্ঠস্বর ।
সেই মা-মাটিকে মোরা অকৃত্রিম ভালোবেসে-
বিজয় ছিনিয়ে আনতে যুদ্ধে গিয়েছি হেসে ।
হেসে হেসে প্রাণ দিয়েছি, মানিনি পরাজয়,
বিজয় শুধু লক্ষ্য মোদের; কিসের শঙ্কা-ভয় ?
এমনই করিয়া রাত্রি কাঁটে, আসে শুভ দিন
দেখো, বিজয় এনেছি মা; শোধ করিতে ঋণ ।
এবার তুমি চোখ মুছো মা, কেঁদো না মা আর,
গলায় তোমার পরিয়ে দেবো বিজয় অলঙ্কার ।
©somewhere in net ltd.