![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিরোনামহীন ভালোবাসা
-আন্ নোমান
মেয়ে, কথা দিচ্ছি তোমাকে
তোমার ভালোবাসায় আমি নিজেকে
পরিপূর্ণ শুদ্ধ করে নেবো ।
এই পৃথিবীর এক কণা পরিমাণ পাপ-পঙ্কিলতাও
আমাকে ছুঁতে পারবে না ।
মেয়ে, কথা দিচ্ছি তোমাকে
তুমি যদি বলো, সারা পৃথিবীটাকে জয় করে এনে
তুলে দেবো চাবিটা তোমার হাতে ।
মেয়ে, তুমি যদি বলো
ক্লিওপেট্রার সেই মুকুট এনে
পরিয়ে দেবো তোমার মাথায় ।
মেয়ে, কথা দিচ্ছি তোমাকে
তুমি যদি বলো, সারা পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজে
তোমার জন্য ভালোবাসার রক্তকরবী এনে দেবো ।
মেয়ে, তুমি যদি বলো
এই অগোছালো-ছন্নছাড়া আমিটাও
ভীষণ রকম বদলে যাবো ।
তোমার বেঁধে দেয়া রুটিন ওয়ার্কের বাইরে
তিল পরিমাণও বিচ্যুত হবো না ।
মেয়ে, কথা দিচ্ছি তোমাকে
তুমি যদি বলো, আমাদের ভালোবাসার সাক্ষী
এই বেইলি রোডের নামটাও বদলে দেবো ।
আজ থেকে এটাই হবে "ভালোবাসার ডেইলি রোড" ।
পৃথিবীর সকল প্রেমিক যুগলের কাছে যুগ যুগ ধরে
অবাক বিস্ময় হয়ে থাকবে এই রোড ।
মেয়ে, তুমি শুধু আমাকে একটা কথা দাও
তোমার ভালোবাসায় আমাকে
এভাবেই সারাজীবন আগলে রাখবে ।
এভাবেই....
(21/12/2013, সায়াহ্ন)
©somewhere in net ltd.