![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব গোপনে
-আন্ নোমান
কিছু কষ্ট
কিছু হাসি
কিছু কথা
কিছু ব্যথা
থাক্ না গোপন ।
আজকে না হয়
খুব গোপনেই
হৃদ-বাগানে
ভালোবাসা
করলে রোপন ।
তুমি এবং
আমি ছাড়া
জানবে নাতো
এই পৃথিবীর
কেউ ।
আজকে না হয়
মন-দরিয়ায়
আছড়ে পড়ুক
ভালোবাসার
ঢেউ ।
©somewhere in net ltd.