![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নষ্ট প্রেমের পদ্য
-আন্ নোমান
তোমার সাথে ইচ্ছে করেই
করি আমি রাগ,
জানি তুমি রাগ ভাঙাবে
চুমোয় চুমোয় গাল রাঙাবে
ডাকবে কাছে ভালোবেসে
হয়তো তখন ঝড়ের শেষে-
থাকবে লেগে আমার গালেও
তোমার ঠোঁটের লিপস্টিকের দাগ ।
©somewhere in net ltd.