![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাগতম, হে ফাল্গুন
-আন্ নোমান
গান ধরেছে ভোমরাটা গুনগুনিয়ে
মন ভরেছে সে যে সবার গান শুনিয়ে ।
চপল হাওয়া বইছে শখের নৃত্য করে
গাছের যতো হলদে পাতা পড়ছে ঝরে ।
শুরু হয়েছে ফের নতুন পাতার জাগরণ
মৌমাছিরা ফুলের মধু করছে আহরণ ।
সুবাস ছড়িয়ে দিয়েছে আমের মুকুল
সুবাসে সবার মনটা করেছে আকুল ।
নানা রকম ফুলে ফুলে ভরে গেছে বাগ
আড়মোড়া দিয়ে সবাই হয়েছে সজাগ ।
তান ধরেছে কোকিলেরা কুহু রবে
শিশুরাও আজ মেতেছে নানা উত্সবে ।
পৃথিবীটা যেন খুশির বন্যায় ভেসেছে
শীতবুড়ি চলে গেছে,ফাল্গুন এসেছে ।
©somewhere in net ltd.