নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছের আকাশে মেলি অবারিত ডানা দু\'টি

আন্‌ নোমান

আন্‌ নোমান › বিস্তারিত পোস্টঃ

ছেলেবেলার একটা দুপুর

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৪



ছেলেবেলার একটা দুপুর

আমায় ভালো বেসেছিলো,

তাই তো সেদিন চুপিচুপি

আমার কাছে এসেছিলো ।

না ,না , না বাস্তবে নয়

দুপুর রাতের স্বপন হাওয়ায়

মেঘের খামে ভেসেছিলো ।



ঠিক তখনই তাকিয়ে দেখি

ছেলেবেলার ছবি,

ঝাপসা ঝাপসা, তবুও যেনো

লাগছে চেনা সবই ।



ওই তো সবুজ পাহাড়-বন

আমি এবং রাহুল-রতন,

ওই পাহাড়ের খাঁজে খাঁজে

বাবলাগাছে ঝোপের মাঝে

খুঁজছি পাখির ছানা ।



এইতো বাসা, বাচ্চা দু'টো

নরম নরম ডানা ।

মায়ের সকল নিষেধ ভুলে

আলতো করে নিচ্ছি তুলে

পাখির ছানা দু'টো

ভরছি হাতের মুঠো ।



এমনই আরও দৃশ্য কতো

ভাসছে চোখের পাতায়,

যে সব এখন লুকিয়ে আছে

স্বপ্ন-স্মৃতির খাতায় ।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৯

অতঃপর জাহিদ বলেছেন: ছেলে বেলার দুপুরে ফিরে গেলাম আপনার লিখা পড়তে পড়তে।

২| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৯

আন্‌ নোমান বলেছেন: ধন্যবাদ , উৎসাহিত করার জন্যে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.