![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) পৃথিবীর যতো সুখ যেন প্রেয়সীর ঠোঁটে,
ঠোঁটের ছোঁয়ায় ঠোঁট যেন গোলাপ হয়ে ফোঁটে ।
২) ইচ্ছে করে আলতো করে /তোকে আমি ছুঁই,
জড়িয়ে দেই তোর খোঁপাতে /গোলাপ,জবা,জুঁই ;
তারই আগে যাস পালিয়ে /লজ্জাবতী তুই ।
৩) ভুলগুলো আজ ফুল হয়ে যাক /প্রিয়ার কানের দুল হয়ে যাক,
উতল হাওয়ায় উড়তে থাকা /প্রিয়ার কালো চুল হয়ে যাক ।
৪) কতো দিন, কতো দিন /তোর ঠোঁটে ঠোঁট রাখি না,
ফুল হয়ে ফুটি না আর /পাখি হয়ে ডাকি না ;
ভালোবাসার উল্লাসে মেতে /জোছনাও আর মাখি না ।
তুই তো বেশ সুখেই আছিস /না কি, না ?
৫) বেপরোয়া হয়ে উঠে /মনের যতো সুখ আহলাদ,
পেতে চায় এই ঠোঁট /তোমার যুগল ঠোঁটের স্বাদ ।
৬) ভালোবেসে আজকে আমি /হলাম দেবদাস,
কিন্তু পারু শ্বশুরবাড়ি /করছে সুখে বাস ।
ভালোবাসার মানে বুঝি /শুধুই দীর্ঘশ্বাস ?
৭) কখনো আমি মেঘ ভালোবাসিনি /ভালোবেসেছি কিশোরীর এলোচুল;
কিশোরীর প্রেমে হাবুডুবু খেয়ে /ঘাসফুলকে ভেবেছি তার কানের দুল ।
৮) কখনো কখনো চোখের জলেও বৃষ্টি হতে পারে /অভিমান থেকেও ভালোবাসা সৃষ্টি হতে পারে ।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৭
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৪
সুমন কর বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো। এগুলোও চেখে দেখতে পারেন-http://www.somewhereinblog.net/blog/d2kshajib/30013650