![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাঁচায় বন্দী ময়নাপাখি
নেই রে স্বাধীনতা,
তাই তো পাখি রাগ করেছে
কয় না কোন কথা ।
ময়নাপাখি বনের পাখি
থাকবে বনের বুকে,
খাঁচায় তাকে আঁটকে রাখো
কোন সে পাষাণ বুকে ?
দাও উড়িয়ে খাঁচার পাখি
হাসি হাসি মুখে,
দেখবে তোমায় গান শোনাবে
স্বাধীনতার সুখে ।
২৬ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৮
আন্ নোমান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৫ রাত ২:৫৭
কালের সময় বলেছেন: দারুন লাগলো কবিতাটি ।