নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছের আকাশে মেলি অবারিত ডানা দু\'টি

আন্‌ নোমান

আন্‌ নোমান › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ভেজা চড়ুই

০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

বহু দিন পর আজ এক পশলা বৃষ্টি হলো

তাই বৃষ্টিতে ভেজার লোভ সামলাতে পারিনি।

অঝোর ধারায় বৃষ্টিরা ঝরছে

আর আমি ভিজে একাকার হয়ে যাচ্ছি।

বৃষ্টি ভেজা চড়ুই পাখিটিও

বিমুগ্ধ নয়নে তাকিয়ে আছে আমার দিকে ।



দু'চোখে তার রাজ্যের বিস্ময়

যেনো কতো দিন ,কতো মাস কেঁটে গেছে

এমন করে ভিজতে দেখেনি সে !

অপলক নয়ন মেলে তাকিয়ে আছে

আমার দিকে ।



আমি আনমনে বিড়বিড় করে বলতে থাকি

চড়ুই, তুই কি জানিস? মানুষেরা সুখে নেই



তাই, হাসি- আনন্দ -উল্লাসে মেতে

আগের মতো বৃষ্টিতে ভেজা হয় না ।



সে কী বুঝলো ! জানি না-

তবে এতটুকু বুঝতে পারি ,তার বিস্ময় কাঁটে না ।

এখনো সুখী মানুষ আছে !

হউক না বহু দিন পর,একা একজন মানুষ

তবুও তো সুখী !

যে এখনো বৃষ্টিতে ভেজে !

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

মুসান্না জাহাঙ্গীর বলেছেন: সুন্দর একটি কবিতা পড়লাম।

২| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

আন্‌ নোমান বলেছেন: ধন্যবাদ অশেষ

৩| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা
খুব ভাললেগেছে :)

৪| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

আন্‌ নোমান বলেছেন: ধন্যবাদ মনিরা আপু

৫| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:০৪

উল্টা দূরবীন বলেছেন: লেখা পড়ে মনে হল ভিজে যাচ্ছি

৬| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:০৭

আন্‌ নোমান বলেছেন: আপনাকে বৃষ্টিতে ভিজিয়ে দিতে পেরে আমি আনন্দিত । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.