![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক জীবনে কিছুই চায়নি বালক-
শুধু বালিকার প্রথম প্রেমের মুগ্ধ ইতিহাস হতে চেয়েছিলো ।
এক জীবনে কিছুই চায়নি বালক-
শুধু বালিকার চুলের খোঁপায় বাদল দিনের প্রথম কদম ফুল হতে চেয়েছিলো ।
এক জীবনে কিছুই চায়নি বালক-
শুধু বালিকার জোড়া ঠোঁটে প্রথম চুম্বনের শিহরণ হতে চেয়েছিলো ।
এক জীবনে কিছুই চায়নি বালক-
শুধু বালিকার আজন্ম লুকায়িত গোপন তিলটা হতে চেয়েছিলো ।
এক জীবনে কিছুই চায়নি বালক-
শুধু বালিকার কামনার উন্মত্ত জোয়ারে নাবিক হতে চেয়েছিলো ।
©somewhere in net ltd.