| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্যসময় ঢাবি
আমি চিনি না নিজেকে আমার রাজত্বে রাজা অন্য আরেকজন, করার কিছু নাই, দর্শক বেশে কেবলই তার খেলা দেখে যাই ।
আমি ঢাল তলোয়ার বিহীন নিধিরাম সর্দার
সাতরে পার হতে হবে আমায় এ বিশাল পারাবার।
ঝড়-জঞ্ঝা, তুফান কিংবা কাল বৈশাখী ঝড়
যত বাধাই আসুক না কেন আমি রব অনড়।
মৃত্যুর তোয়াক্কা করিনা আমি, রেখেছি সমস্ত জীবন বাজি
একা সাতরে পার হব এই বৈতরণী, কাল না হয় আজি।
সফলতা তুমি যতই হও না কেন মরীচিকাময় দিন
ধৈর্যে অটল পাহাড় আমি, আর পরিশ্রমে অক্লান্তি অসীম।
ক্লান্ত শরীর ঘুমের ঘোরে টলে পড়তে পারে একবার বা দুবার
কিন্তু স্বপ্ন পূরণের উন্মাদনায় পাগল আমি জেগে ওঠব বারবার।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
খেলাঘর বলেছেন:
ভালো, আত্মবিশ্বাস!