নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বইএর পোকা। যা পাই তাই পড়ি।

আনমোনা

কিছুই না

আনমোনা › বিস্তারিত পোস্টঃ

নিক না নিক, আমি কে?

২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৭

আমি আনমোনা কে? আর ইনি আনমোনা কে?

সামুতে রেজিস্ট্রেশন করার সময় নিক নিয়ে খুব ঝামেলায় পরেছিলাম। যে নিকই নিতে যাই দেখি সেটা আগেই কেউ নিয়ে গেছে। আচ্ছা, এত ব্লগার কোথায় গেল?

শেষে অনেক কস্টে যখন আনমোনা নিক পেলাম তখন খুব খুশী হয়েছিলাম। তাইতেই অল্প-স্বল্প কিছু লেখালেখি, কমেন্ট করা শুরু করলাম। তারপরে একদিন আমার পরিচিত একজন আমার হোমপেজ দেখতে চাইলো। লগিন করা ছিলোনা, তাই ভাবলাম টাইপ করেই দেখাই।

ওমা, এ কার পেজে আসলাম? হুবহু আমার নিক। হোমপেজের বানান সামান্য অন্যরকম। ইনি অনেক পুরানো ব্লগার। খুব সুন্দর লিখতেন। তবে প্রায় ৭ বছর যাবৎ অনুপস্থিত। জানিনা বর্তমান পুরানো ব্লগারদের কারো উনার কথা মনে আছে কিনা? কিন্তু কেউ আমার নিকে আপত্তি তোলেননি।

কিন্তু ব্লগে দুই আনমোনা থাকলে কনফিউশন হয়ে যেতে পারে। আজকে দেখলাম মা হাসান ভাই একটি পোষ্টের কমেন্টে এক আনমোনার কথা লিখেছেন। উনি সম্ভবত আমার কথা লিখতে চেয়েছেন :) , কিন্তু ভুল করে লিন্ক দিয়েছেন পুরানো আনমোনার :(

আর এর মধ্যে যদি পুরানো আনমোনা ফিরে আসে, তাহলে কি হবে???

আমি এর মধ্যে আমার নিক নিয়ে সামান্য হলেও পরিচিতি গড়ে তুলেছি। এই নামেই থাকতে চাই।

মন্তব্য ৬০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৭

মা.হাসান বলেছেন: ভাই আমি খুব দুঃখিত, আমি নতুন আনমোনার (আপনার) লিংক দিতে চেয়েছিলাম, ভুল করে রং নাম্বারে চলে গেছে, আমি ঐ পোস্টে যেয়ে আরেকটা কমেন্ট করে ভুল সংশোধনের চেষ্টা করছি।

২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৪

আনমোনা বলেছেন: মা.হাসান ভাই, আপনি আমার লিন্ক দিতে চেয়েছেন, সেটা আমি বুঝেছি এবং খুব ভালো লেগেছে। কমেন্ট সংশোধনের দরকার নেই। তার চেয়ে বড় প্রশ্ন , পুরানো আনমোনা ফিরে আসলে কি হবে?

২| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৩

মা.হাসান বলেছেন: সকল দোষ মডুর। ওনাকে বলুন আপনার নিক 'আনমনা'তে পরিবর্তন না করিলে ওনার নামে থানায় ডায়েরি করিয়া ফাসাইয়া দিবেন।

যিনি সাত বছর অনুপস্থিত তিনি হঠাৎ হাজির হইলে আমরা হাতের ছাপ , পায়ের ছাপ সব মিলাইয়া দেখিয়া ব্যবস্থা নিব।

২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৭

আনমোনা বলেছেন: এখন আনমোনা নিকটাই ভালো লাগছে। আর বদলাতে চাইনা।
অনেক আগে করা নিক পরিবর্তন সংক্রান্ত ইমেইলের কোনো জবাব পাইনি।

৩| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৪

ইসিয়াক বলেছেন:



আসলেই চি্ন্তার বিষয় ........।

২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪১

আনমোনা বলেছেন: ইসিয়াক ভাই, একটা কাজের কাজ করলেন। ধন্যবাদ।
হুম, চিন্তায় আছি। তবে সাত বছর বাদে উনি ফিরবেন বলে মনে হয়না। ফিরলে উনাকেই নতুন নিক ধরাতে হবে।

৪| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩২

ভুয়া মফিজ বলেছেন: বর্তমান দখলদারের দাবী সবসময়েই অধিকতর গ্রহনযোগ্য। মাস্তান দিয়ে উচ্ছেদ করতে চাইলেও দাত দিয়ে নিককে কামড়ে ধরে থাকবেন। খালি খেয়াল রাখতে হবে, কোন অবস্থাতেই যেন ছুটে না যায়! ;)

''ভুয়া আনমোনা'' নিকটাও কিন্তু খারাপ না। একটা সেকেন্ড থট দিতে পারেন! :P

২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৫

আনমোনা বলেছেন: অবশ্যই, আনমোনা নিক আমার। আমি এই নিকেই লিখছি :)
আমি ভুয়া নই :P

৫| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০০

পদাতিক চৌধুরি বলেছেন: এ তো দেখছি কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে! মা.হাসান ভাইয়ের লিঙ্কের সূত্রে নবীন-প্রবীণ আনমনা আপুদের সাক্ষাৎ পেলাম। তবে ইতিমধ্যে মফিজ ভাই চলে এসেছেন। কাজেই আমাদের দুশ্চিন্তা মিটে গেল। আসল ও নকল আনমনা আপুদের খুঁজে বার করার দায়িত্ব আমাদের আর রইল না হাহাহাহা...

২২ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৬

আনমোনা বলেছেন: দায়িত্ব আপনারও আছে বইকি। আপনার লেখায় কোনো আনমোনা কমেন্ট করলে আপনাকে চিন্তা করতে হবে কোন আনমোনা? নতুন, না পুরানো? সেটা চিন্তা করেই জবাব দিয়েন।

৬| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৩

বলেছেন: ''ভুয়া আনমোনা'' নিকটাও কিন্তু খারাপ না। একটা সেকেন্ড থট দিতে পারেন.. সেটাই.....

২২ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৮

আনমোনা বলেছেন: না না, আমি ভুয়া নই, আসল আনমোনা। ভুয়া মফিজের কথামতই দখল করে বসলাম। সাত বছর বাদে যদি কেউ ফিরেও, তাকেই নতুন নিক নিতে হবে।

৭| ২২ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: জানলাম।

২২ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

আনমোনা বলেছেন: হুম, বেশিদিন অনুপস্থিত থাকা যাবেনা। শেষে নিক বেদখল হয়ে যেতে পারে।

৮| ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হুম, বেশিদিন অনুপস্থিত থাকা যাবেনা। শেষে নিক বেদখল হয়ে যেতে পারে।

প্রতিদিন যত ব্যস্ত থাকুন না কেন, কমপক্ষে এক ঘন্টা ব্লগের জন্য বরাদ্দ রাখবেন।

২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৭

আনমোনা বলেছেন: প্রতিদিন রুটিন করে একঘন্টা হয়তো পারবনা। তবে টানা সাত বছরও অনুপস্থিত না থাকার চেষ্টা করব।

৯| ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম, জটিল সমস্যা!

একই নাম অনুমোদন হলো কি করে? সামু টিম ভেবে দেখতে পারেন।

২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫২

আনমোনা বলেছেন: সম্ভবত কোনো একটা বাগ। নইলে দেওয়ার কথা নয়।

১০| ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৩

পুলক ঢালী বলেছেন: আনমোনা ভাই (থুক্কু) বানান সহ একই নিক কিভাবে হলো বুঝলাম না। তিনি অরিজিনাল নাম দিয়েছেন মনে হয়, আর আপনার তো আনমনা লিখতে গিয়ে বাবান ভুলের পাল্লায় পড়ে আনমোনা হয়ে গিয়ে বিপত্তি বাধিয়েছে। এখন : হয় ১,২ ব্যবহার করতে হবে আর নাহলে মডুভাইদের একটা রিকু পাঠাতে হবে আনমনা করার জন্য। আমনের যদি আনমোনা রাখতে মন চায় মনে হয় রাখতে পারবেন, কারন ৭ বৎসর পর লগিন করা যাবে বলে মনে হয়না, কারন কোন ই-মেইল দিয়ে সামুতে রেজিষ্ট্রেশন করেছিলেন তিনি সেটা দরকার হবে। তারপর সামুর পাসওয়ার্ড মনে রেখে নুতন পাসওয়ার্ড দিতে হবে কারন আগের পাসওয়ার্ডে কাজ হবেনা। অতএব আপনি নিশ্চিন্তে থাকুন এবং মোজা করে ব্লগিং করতে থাকুন। :)

২২ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৬

আনমোনা বলেছেন: মডুকে নিক চেন্জের রিকু অনেক আগে পাঠিয়েছিলাম। তখনও জানতামনা আমার সহনামিকা একজন আছেন। যাই হোক, সাত বছর পরে তিনি সম্ভবত পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন। সুতরাং .........., আমিই আনমোনা।

১১| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১:৪৯

শুভ_ঢাকা বলেছেন: আনমোনাদি,

এইটা কি হুনলাম (পড়লাম)। সামু ব্লগে দুই দুইটা আনমোনা। আর দুইজনই বাবান বিভ্রাটের শিকার। সামু ভিপিএনের আবর্তে থাকা অবস্থায় দীর্ঘ দিন নিস্তরঙ্গ, নিষ্প্রাণ, নির-উত্তাপ কেমন যেন ম্যাড়ম্যাড়ে ভেদা মাছের মত ছিল। আজ অবমুক্ত সামু আবার তার নবযৌবন প্রাপ্ত হয়েছে। তার প্রাণ চাঞ্চল্য আবার ফিরে পেয়েছে। আসা করবো সাত বছরের পুরানো আসল আনমোনা আবার ফিরে আসবেন এবং আপনি তার নিক হরণ করার জন্য আপনার সাথে ক্যাচাল শুরু করবেন। আমরা আবার উদ্দীপ্ত হব বিনোদিত হব মোজা নিব। সামুর এই ম্যাড়ম্যাড়ে ভাবটাও কাটবে। আপনাদের মধ্যে দ্বৈরথ তরজা দেখতে চাই। :P হা হা হা......

বিলেটেড শুভ দীপাবলি দি।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১:৫৭

আনমোনা বলেছেন: এই নিয়ে ক্যাচাল? আপনি কার পক্ষ নিবেন? দর্শকের আসনে থাকলে চলবেনা। আর সেম সাইড গোল হওয়ার সম্ভাবনা প্রচুর। কে কারে আক্রমন করলো তাই বুঝা যাবেনা।
শুভ দীপাবলি

১২| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আপুনি [email protected] এ মেইল করো :)

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৫৭

আনমোনা বলেছেন: করেছিলাম, লাভ হয়নি।

১৩| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: যাক বাবা ! দুটো আর্কিওপটেরিক্স নেই B-)

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৫৭

আনমোনা বলেছেন: ঠিক জানো?

১৪| ২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: হুমমম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:০৩

আনমোনা বলেছেন: হুমমম।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪০

জোকস বলেছেন: সুন্দর একটা প্রোফাইল পিকচার দিন। আমরা অই পিকচার দেখেই চিনে নেব।
ল্যটা চুকে গেল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:০৪

আনমোনা বলেছেন: একদম ছবি পছন্দ করতে পারিনা। এক কাজ করি, পুরানো আনমোনার ছবি চুরি করে আমার প্রোফাইলে লাগিয়ে দেই, কি বলেন?

১৬| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নতুন পোস্ট চাই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:০৫

আনমোনা বলেছেন: চেষ্টা করব ভাই।

১৭| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: ''ভুয়া আনমোনা'' নিকটাও কিন্তু খারাপ না। একটা সেকেন্ড থট দিতে পারেন... - ভুয়া মফিজ এর এ কথাটা কিন্তু বিবেচনাযোগ্য। যেহেতু আপনি পরে এসেছেন, সেহেতু ভুয়া উপাধিটার আপনিই দাবীদার।
আর যদি নিক বদলাতেই না চান, তাহলে সুন্দর একটা পাখির ছবি প্রোফাইলে সংযুক্ত করে দিন (নিজেরটা দিতে চাইলে তো আগেই দিতেন), যেন আমরা চিনতে পারি!

২৮ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:২৪

আনমোনা বলেছেন: সোজা পথেই সামু থেকে আনমোনা নিক পেয়েছি, সুতরাং ভুয়া হবনা। ভুয়া মফিজের অন্য পরামর্শ মত জমি দখল করে বসে রইলাম।
একটা পছন্দমত ছবি খুঁজছি। দিয়ে দেব।
অনেকদিন ব্লগে নিয়মিত আসা হয়না। দেরীর জন্য দুঃখিত। আবার না নিক হাতছাড়া হয়!

১৮| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১১

ইসিয়াক বলেছেন:
শুভ নববর্ষ আপু।

২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪২

আনমোনা বলেছেন: শুভ নববর্ষ ইসিয়াকভাই।

১৯| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: হেই আপু ... কেমন আছো ?

নববর্ষের শুভেচ্ছা রইলো :)

২৮ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:২৬

আনমোনা বলেছেন: শুভ নববর্ষ। ভালো থেকো।

২০| ০৭ ই জুন, ২০২০ রাত ২:৩৫

রাকু হাসান বলেছেন:

মনাপু তোমারে দেখলে আমার এই ছড়ার কথা মনে হয় ..
ইচ্ছা -আহসান হাবীব
মনারে মনা কোথায় যাস?
বিলের ধারে কাটব ঘাস।
ঘাস কি হবে?
বেচব কাল,
চিকন সুতোর কিনব জাল।
জাল কি হবে?
নদীর বাঁকে
মাছ ধরব ঝাঁকে ঝাঁকে।
মাছ কি হবে?
বেচব হাটে,
কিনব শাড়ি পাটে পাটে।
বোনকে দেব পাটের শাড়ি,
মাকে দেব রঙ্গিন হাঁড়ি। --ছোট সময় মা শিখিয়ে ছিল। এখনও ভুলি নাই ।খুব ছোট ছিলাম তখন । কেন জানি ভুলতে পারি নি । কত কিছুই তো ভুলে গেলাম । তো ভালই যাচ্ছে সব কিছু ?

১৩ ই জুলাই, ২০২০ সকাল ৮:৩২

আনমোনা বলেছেন: আপনি কবে এসে ঘুরে গেলেন, আমি আজ দেখলাম!

ছড়ার সাথে নিজের ছবি কল্পনা করে কেমন হাসি পেলো। মনে হয় আউল ঝাউল চুলের কেউ, ছোট ছোট স্বপ্নের কথা বলছে।

ভালোই যাচ্ছে, আপনি ভালো আছেন?

২১| ০৭ ই জুন, ২০২০ সকাল ১০:২৪

মীর আবুল আল হাসিব বলেছেন: গুগলে অ্যাকাউন্ট খুলতেও এত সমস্যা হয়নি যত না সমস্য হয়েছে ব্লগে রেজিস্ট্রেশন করতে। যে নাম ই দিই না কেন; কারও না কারো তা আছে। অবশেষে বাধ্য হয়ে বুর্জ খলিফার সমান নাম দিয়ে দিলাম। :(( :((

১৩ ই জুলাই, ২০২০ সকাল ৮:৩৫

আনমোনা বলেছেন: একটা মিনিংফুল নাম, যার কোনো ডুপ্লিকেট নেই, পাওয়া ভীষন কষ্ট। তাও ভালো আপনি পেয়েছেন। শুভ ব্লগিং।

২২| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:০২

ঢুকিচেপা বলেছেন: আপনি খাজনা পত্র দিয়ে গ্যাঁট হয়ে বসে থাকুন কেউ উচ্ছেদ করতে পারবে না।

এমন বিষয় আগে কখনো হয়েছে বলে দেখিনি।

শুভেচ্ছা রইল।

২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৮

আনমোনা বলেছেন: ব্লগের খাজনা পত্র হচ্ছে লেখা আর কমেন্ট। দেখা যাক কতদূর দিতে পারি।
ধন্যবাদ।

২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৬

কবিতা পড়ার প্রহর বলেছেন: ২৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:০৩১

আনমোনা বলেছেন: ব্লগে মাল্টিনিক নিষিদ্ধ নয়। তবে হয়রানিমূলক কমেন্ট, সে সিঙ্গেল নিকেই হোক আর যাতেই হোক, খুবই আপত্তিকর।

কবিতা পড়ার প্রহর আমাদের একটা সুন্দর লেখা উপহার দিচ্ছে, তাতে তিনি কারো মাল্টি কি না, পুরানো পাপী কি না, কিছু আসে যায়না।
মাল্টিনিকে যদি মাল্টি রকম লেখা পাই, মন্দ কিসে ?
মা


এই কমেন্ট পড়ে এইখানে না এসে পারলাম না আপা।

একটা গানের লাইন মনে পড়ছে। প্রিয়তম কি লিখি তোমায়?

হ্যাঁ লেখার ভাষা জানা নেই.........
শুধু একটা কথাই বলতে এলাম।

একজন পুরান পাপী, সত্যিকার অর্থেই পাপী মানে পাপী কথাটাকে এখানে এক ফান হিসবে বলা হচ্ছে না সত্যিকারের পাপী অর্থেই বলছি। সেই পাপী শত শত মালটি নিকে গালিবাজী করে ব্লগের পরিবেশ নষ্ট করার শত চেষ্টা বছরের পর বছর করেও না পেরে বার বার ব্যান খেয়েও পুরান রোগ থেকে মুক্তি না পেয়ে ফিরে এসেছে। নিজের মস্তিস্কে মাল্টি কথাটা এমনই নেগাটিভ ভাবে প্রোথিত যে মালটি নিকের দোষটা কোথায় দেওয়া উচিৎ কেনো দেওয়া উচিৎ তা তা তার মূর্খ মাথায় না বুঝেই বা উদ্দেশ্য প্রনোদিতভাবেই কবিতা পড়ার প্রহর একজন মালটি মালটি বলে লাফালাফি করে খুব একখান আবিষ্কারক ভাবছেন নিজেকে।

মালটিকে যারা হয়রানী ও নেতিবাচক কাজে ব্যবহার করে তাদেরই এমন হয়। একবার গো গোর্ধভ মাথায় আসেনা তাহলে মালটি নিক বানানো ব্লগে নিষিদ্ধ নয় কেনো? আসলে মানুষ নিজে যা তাই তো ভাববে তাই না?

আনমোনা আপা আপনাকে অন্তর থেকে ভালোবাসা। মালটি নিকে মালটি রকম লেখা লিখলেই আপনকে ভুলে যাবো না। দাওয়াৎ দিয়ে নিয়ে যাবো।

২০ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৪৭

আনমোনা বলেছেন: আসলেই মাল্টি খারাপ কিসে হবে বুঝিনা। তাহলে আমাদের অ্যাডমিন কা_ভা ভাই সবার আগে দোষী। আর অনেক ব্লগারই পুরানো নিকের বদলে নতুন নিকে আসেন, তাদের কখনো চেনা যায়, কখনো চেনা যায়না। তবে কিনা, ছদ্মবেশ নিয়ে অন্যায় করা খুব সহজ, তাই বলে দোষটা তো ছদ্মবেশের নয়।

সাহস করে একটা কথা বলি, আপনার লেখার স্টাইল, আপনার ব্লগ বয়সের হিসাবে বেশ পরিনত। তাই ভাবছি......
যাক, আপনি নিভৃতে লিখতে চান, আপনার পরিচয় খুঁজতে যাবোনা। শুধু মাঝে মাঝে চিলেকোঠায় উকি দিয়ে দেখবো নতুন লেখা এসেছে কিনা।

২৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৯

কবিতা পড়ার প্রহর বলেছেন: অবশ্যই দেখবেন কিন্তু লরুজনের গলাবাজী দেখে আমার হাসি পায়। কারনগুলি বলি-

১। প্রায় সব পোস্টে গিয়ে প্রথমেই তার কাজ নেগাটিভ কমেন্ট করা। যা লেখক এবং লেখাকে ছোট করে । পরোক্ষ্যভাবে ব্লগকে। ব্লগের ইমেজকে
২। সে যে ভাষায় কথা বলে তা বাংলাও না হিন্দিও না ইংলিশও না। এটা বাংলা ভাষাভাষীদের ব্লগ বলে একটা আপা ইংলিশে কমেন্ট লিখেছিলো বলে সে আস্ত একখানা পোস্ট দিয়ে নিজের ব্লগে নিজেই লাফাচ্ছিলো। এই ভাষায় কমেন্ট করা যা সে করছে তা বলতে গেলে বাংলা ভাষাকেই অপমান করা।
৩। সে যে সব পোস্ট কপি পেস্ট করছে। মাদকা শক্তি বা বাণী চিরন্তনী সে সকল কপিে পেস্ট পোস্ট। যার দু একটা লাইন লিখে গুগলে সার্চ দিলেই হুবুহু পাওয়া যাবে। যার নীচে কোনো সূত্র উল্লেখ নেই। এটাও ব্লগ রুল বিরোধী।
৪। কিছুদিন আগে সে ঘরহীন ব্লগারকে লিখেছিলো যে নিজে এক লাইন লিখতে পারেনা সে আবার অন্যের সমালোচনা করে। হা হা হা চালুন বলে সুই তোর ........

কেবল কয়েকটা বললাম। সব বলতে গেলে আমার চিলেকোঠা থেকে মন চলে যাবে। তাই বেশি সময় নষ্ট করতে চাই না। আমার সময় বড় মূল্যবান। ভালো থাকবেন আপা। আমি চিলেকোঠা ৮ প্রায় শেষ করেছি আজকেই পোস্ট দেবো।


২৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৫

শায়মা বলেছেন: এই যে আপুনি!!

আর কি জীবনেও কিছু লিখবেই না নাকি!!

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১২

আনমোনা বলেছেন: শায়মা আপুনি!!!!!!!!!! আমার ব্লগে। এখুশী রাখি কোথায়?

লেখার যে ইচ্ছেই করেনা। তবে দেখি, নিজেকে ধরে বেধে বসাতে হবে।

২৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫১

শায়মা বলেছেন: আজকেই বসাও। :)

০১ লা অক্টোবর, ২০২০ ভোর ৪:৫৭

আনমোনা বলেছেন: বসাব, তবে আজ না। উইকএন্ডে দেখব।

২৭| ১২ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৯

কবিতা পড়ার প্রহর বলেছেন: আনমোনা আপা কোথায় কোথায়?

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ২:১৭

আনমোনা বলেছেন: এইতো এসেছি।

২৮| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১:৫৩

সাহাদাত উদরাজী বলেছেন: অনলাইনে থাকেন অথচ লিখেন না, এটা চলে না, লিখুন।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ২:২০

আনমোনা বলেছেন: লিখতে পারিনা যে। সিরিয়াস বিষয়ে লিখতে সময় দরকার। আর হালকা বিষয় যে কি লিখবো ছাই, খুঁজেই পাইনা।

২৯| ২৫ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫২

জাফরুল মবীন বলেছেন: আর আনমোনা থাকলে চলবে না।এবার নতুন পোস্ট দেওয়ার ব্যাপারে মনোযোগী হউন প্লিজ :)

২২ শে মার্চ, ২০২১ সকাল ৭:১৪

আনমোনা বলেছেন: জাফরুল মবীন ভাই, আপনার কাছে প্রথমেই ক্ষমাপ্রার্থী, এত পরে উত্তর দেওয়ার জন্য। আপনি আমার পোষ্টে প্রথম এসেছেন অথচ আমি দেখিনি :( । আসলে, সামুতেআসলেও, নিজের হোমপেজে আর আসা হয়না।

আপনারা বলছেন লেখার জন্য, অথচ আমি একেবারেই আনাড়ি । তবুও চেষ্টা করব।

৩০| ১৯ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৮

করুণাধারা বলেছেন: জাফরুল মবীন বলেছেন: আর আনমোনা থাকলে চলবে না।এবার নতুন পোস্ট দেওয়ার ব্যাপারে মনোযোগী হউন প্লিজ
কি ব্যাপার আনমোনা, কোথায় গেলেন? আমার পোস্টে আপনার লাইক দেখে বুঝলাম আপনি ব্লগে ঘোরাঘুরি করছেন। তাহলে উপরের মন্তব্যের উত্তর দেননি কেন?

এবার অতি অবশ্যই নতুন পোস্ট নিয়ে আসুন। শুভকামনা।

২২ শে মার্চ, ২০২১ সকাল ৭:৩০

আনমোনা বলেছেন: নাহ্ আপু, ব্লগে একটু আসতেই আপনি ধরে ফেললেন! কোথায় পালাই?
অনেকদিন পরে নোটিফিকেশন দেখে নিজের ব্লগবাড়িতে এলাম। এসে মবীন ভাইএর মন্তব্যও পেলাম।

আপু, আমি কি লিখতে পারি! শায়মাপুর অনুরোধের পর একটা লেখা শুরু করেছিলাম, আধখেঁচরা অবস্থায় পরে আছে। দেখি, যদি ওটার কোনো গতি করতে পারি।

৩১| ০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:২১

পদাতিক চৌধুরি বলেছেন: আপু কেমন আছেন? অনেক দিন পর আপনাকে লগ ইন দেখে খুশি হয়েছি। নিউ ইয়ারের শুভেচ্ছা আপনাকে।

০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৩৪

আনমোনা বলেছেন: হ্যাপী নিউ ইয়ার। ভালো আছি। অনেক দিন পরে ব্লগে লগিন করলাম। যদিও লগিন ছাড়াই মাঝে মাঝে দেখে যাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.