নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাজুক আনন

অলস প্রকৃতির ধার্মিক

লাজুক আনন › বিস্তারিত পোস্টঃ

তিনটি দার্শনিক গল্প

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৮

গল্প ১

একবার এক লোক সুখের সন্ধানে বের হলেন। তিনি টানা বিশ বছর পৃথিবীর নানা স্থানে সুখ খুঁজে বেড়ালেন; অতিক্রম করলেন হাজার হাজার কিলোমিটার পথ। কিন্তু সুখ খুঁজে পেলেন না। তিনি হতাশ হয়ে পড়লেন। সুখ খোঁজার চেষ্টা বাদ দেয়ার চিন্তা যখন তার মাথায় ঘুরপাক খাওয়া শুরু করলো, ঠিক তখনই একদিন সন্ধ্যায় তিনি একটি কৃষক পরিবারের সন্ধান পেলেন। তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন যে, কৃষক পরিবারের সদস্যরা একসঙ্গে বসে অত্যন্ত সাধারণ খাবার তৃপ্তিসহকারে খাচ্ছে এবং নিজেদের মধ্যে মনের আনন্দে গল্প ও হাসাহাসি করছে। এ-দৃশ্য দেখে তিনি মনে মনে ভাবলেন: আমি সুখের সন্ধান পেয়েছি। তিনি তার পথচলা থামালেন এবং দ্রুত নিজের পরিবারের কাছে ফিরে গেলেন।

গল্প ২:

ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করলেন, তখন তিনি প্রত্যেক মানুষের মাথায় একটি করে বোঝা দিলেন। মানুষ তখন অভিযোগ করা শুরু করলো। প্রত্যেকেই নিজ নিজ বোঝা নিয়ে অসন্তুষ্ট। সবাই বলতে লাগলো যে, তার বোঝা অন্যদের চেয়ে ভারী। ঈশ্বর বিরক্ত হলেন। তিনি একদিন বললেন, 'তোমরা সবাই নিজেদের বোঝা অন্যের সাথে বদল করে নাও।' মানুষ তাই করলো। কিন্তু তারা আশ্চর্য হয়ে লক্ষ্য করলো যে, নতুন বোঝাটি আগেরটির চেয়ে বেশি ভারী! তখন তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো: 'আমাদের উচিত ছিল নিজ নিজ বোঝা নিয়ে সন্তুষ্ট থাকা।'



গল্প ৩:

একবার সুন্দরের দেবতা ও অসুন্দরের দেবতা একসঙ্গে পৃথিবীতে বেড়াতে এলেন। বসন্তকালে তারা দু'জন গেলেন ফুলের বাগানে। সুন্দরের দেবতা ফুল দেখে আনন্দের সঙ্গে বললেন: 'দেখ, দেখ, কী সুন্দর ফুল! দেখলে চোখ জুড়িয়ে যায়।' অসুন্দরের দেবতা বললেন: 'আমিতো দেখছি ফুল গাছগুলো কাঁটায় ভর্তি।' গ্রীষ্মকালে তারা দু'জন পাহাড় দেখতে গেলেন। সুন্দরের দেবতা বললেন: 'কী সুন্দর দৃশ্য! পাহাড় থেকে দেখা যায় মেঘের ভেলা।' অসুন্দরের দেবতা মন খারাপ করে বললেন: 'কিন্তু পাহাড়ের বনে-জঙ্গলে সাপ-বিচ্ছুর বাস।' শরত্কালে তারা দু'জন বেড়াতে গেলেন কোনো এক শহরের উপকন্ঠে। সুন্দরের দেবতা চারিদিকের দৃশ্য দেখে আবেগে আপ্লুত হলেন; বললেন: 'আহা, শরত্কালের দৃশ্য কতো মনোরম!' অসুন্দরের দেবতা বললেন: 'আমার কাছেতো তা মনে হচ্ছে না। গাছের পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে।' অবশেষে এলো শীতকাল। দুই দেবতা মরুভূমিতে ভ্রমণে গেলেন। সুন্দরের দেবতা তুষারে আবৃত মাঠ দেখে আনন্দে আত্মহারা হলেন। কিন্তু অসুন্দরের দেবতা খুশি হতে পারলেন না। তিনি বললেন: 'তুষারের নীচে যা ঢাকা পড়ে আছে তা কিন্তু শুধুই বালি।' তখন সুন্দরের দেবতা বললেন: 'ভাই, তোমার আর আমার মতোই সুন্দর আর অসুন্দরের বাস পাশাপাশি। যে সুন্দরকে দেখতে চায়, সে ঠিকই অসুন্দর থেকে সুন্দরকে আলাদা করতে পারে এবং আনন্দ পেতে পারে।'

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৪

এহসান সাবির বলেছেন: ব্লগে স্বাগতম।

২| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৯

লাজুক আনন বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:২১

বটবৃক্ষ~ বলেছেন: সুন্দর কালেকশান!
হ্যাপি ব্লগিং!! :) :)
ওয়েলকাম

৪| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৩৮

লাজুক আনন বলেছেন: থ্যাঙ্কু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.