নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাজুক আনন

অলস প্রকৃতির ধার্মিক

লাজুক আনন › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের এই দিনে

১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

বিজয়ের এই দিনে
বিজয়ের এই দিনে যখন
মুক্ত হয়েছিল এই দেশ, উচ্ছসিত হয়েছিল জনগন
ত্যাগের খুশিতে ভাস্বর হয়েছিল মনপ্রাণ
আসুন না বিজয়ের এই দিনে ভালবাসার কথা বলি।
যেখানে সবাই ভালোবাসবো অকৃপণে, জীবনের থেকেও বেশি
মুক্ত বিহঙ্গের মতো দিকবিদিক জ্ঞানশুন্য হয়ে
নীল আকাশের নীচে মুক্ত প্রানের প্রজাপতির মতো ।

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর,বিজয়ের এই দিনে
আমরা বাঙালী পেয়েছি এক নতুন বিজয় পতাকা
লক্ষ শহীদের আত্নত্যাগের গৌরব গাঁথা
অগণিত মা-বোনের সম্ভ্রমের দীপ্ত অহংকার
আসুন না বিজয়ের এই দিনে বলি সহবস্থানের কথা।
যেখানে বাঙালী মুসলিম-হিন্দু-খ্রীষ্টান-বৌদ্ধ সবাই
মিলেমিশে রবে একই আঙিনায়।
আমাদের থাকবে না কোন হিংসা, লোভ- ঘৃণা ।
থাকবে শুধু অটুট ভালোবাসা ।

রক্তস্নাত আনন্দঘন এই বিজয়ের দিনে পেয়েছিলাম
হাজার বছরের বাঙালীর ইতিহাসের প্রথম মানচিত্র
বাংলাদেশের স্বাধীনতা , আনন্দের সর্বোচ্চ উচ্ছ্বাস ।
আসুন না এই গৌরবের দিনে দেশকে শান্তিময় করার কথা বলি
থাকবে না খুন ,সন্ত্রাস,চাদাবাজি, অকারনে প্রাণ হারানোর বেদনা
মা-বোনদের নিরাপদে চলার নিশ্চয়তা, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি।
বিজয়ের এই দিনে দীপ্ত কণ্ঠে শপথ নিই আর উচ্চকণ্ঠে বলি
ভালোবাসি আমার এই দেশকে, বাঙলাকে, বাংলাদেশকে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২২

এহসান সাবির বলেছেন: ভালো লিখেছেন।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কথামালা ।

বিজয়ের শুভেচ্ছা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.