![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ এক ভয়ংকর খেলা, কবিতার রাশান রোলেট- যিনি সবচে ভালো পদ লিখবেন তাকে তৎক্ষণাৎ মেরে ফেলা হবে। আমার হাতে কলম কম্পমান সবচে সুন্দর পদ এসে গেছে আমার মুঠোয়।
এই সিনেমাটা বের হওয়ার পর এই ব্লগেই এটা নিয়ে নানারকম রিভিউ, মন্তব্য, সমালোচনা ইতোমধ্যে অনেকবার হয়ে গেছে। তাই এই মুভি নিয়ে আরেকবার পোস্ট দেয়া আমার কাছে একটু বাহুল্যই মনে হচ্ছে। তারপরেও মুক্তির চার সপ্তাহ পর নতুন এক ডিরেক্টরের ডেব্যু ফিল্ম বাংলাদেশে দেখলাম। সেজন্য আবার মনে হচ্ছে আরো কিছু কথা না হয় যোগই করলাম!
ছোট পর্দায় রেদওয়ান রনি মোটামুটি বিখ্যাতই বলা যায়। একের পর এক নাটক দিয়ে তিনি দর্শকদের মাতিয়ে রেখেছেন। এখন টিভি তেমন একটা না দেখলেও একটা সময় আমি টেলিভিশনের বাংলা চ্যানেল্ গুলোর নিয়মিত দর্শকই ছিলাম। সেই সূত্রে রেদওয়ান রনির কাজের সাথে পরিচয়। তাই চোরাবালি মুক্তির পরে আমার ওয়াচলিস্টের প্রথমেই ছিলো চোরাবালি সিনেমাটি। বলাকার পাশ দিয়ে হেঁটে যাবার সময় দেখেছিলাম বলাকা ২ এ পিতা সিনেমাটিও চলছে। দুটো মুভিই দেখার ইচ্ছা ছিলো। কিন্তু বান্দরবানে এক সপ্তাহ কাটিয়ে এসে দেখলাম পিতা বন্ধ হয়ে গেছে, কিন্তু চোরাবালি তখনো সগৌরবে চলছে। অবশেষে আজকে সিনেমাটা দেখে আসলাম।
সিটে বসলাম, মুভি শুরু হল। আর শুরুটা দেখেই নিজের মুখ দিয়ে বের হয়ে গেলো “আইসসালা!!’ শুরুর সিনেই ‘সেইরকম’ একটা গাড়ি। সেইরকম পার্টসাট নিয়ে চলছে আর গাড়িটা চালাচ্ছে সেইরকম এক লোক, নায়ক ইন্দ্রনীল, পিছের সিটে হাত বাঁধা এক তরুণী(জয়া আহসান)। যেটা বলতে চাচ্ছি, প্রতিটা প্রধান ক্যারেক্টারের এন্ট্রি গুলো চমৎকার ছিলো। ইন্দ্রনীলের এন্ট্রি দেখেই বোঝা যাচ্ছিলো সে-ই নায়ক। জয়া আহসান এর পর্দায় আগমন, শহীদুজ্জামান সেলিম আর হিল্লোল এর প্রথম সিন গুলো অনেকদিন মনে থাকবে। এই জিনিসটা বাংলা সিনেমার জন্য একটা উল্লেখযোগ্য পরিবর্তনই বটে। এর আগে যা কিছু বাংলা সিনেমা দেখেছি ওগুলোতে নায়ক নায়িকাদের একেবারে সাধারণ ভাবে এন্ট্রি নেয়াটা খুব বিরক্ত করতো আমাকে। আরে ভাই নায়কের আগমন তো নায়কের মত হতে হবে নাকি?
শহীদুজ্জামান সেলিম একটা বস লোক। এর আগে ফারুকির ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমাটায় তার অভিনয় দেখে শ্রদ্ধা করেছিলাম। এইবার সেই শ্রদ্ধা বহুগুণে বেড়ে গেলো। পরীক্ষা এবং আরো নানা কারণে এই বছর মুভি একটু কম দেখেছি। তাই হয়তো আমার কাছে মনে হল যেনো ব্যাটম্যানের জোকারের পর এই বছর আরেকটা পিওর ভিলেইন ক্যারেক্টার দেখলাম। তুলনাটা একটু বোধহয় একটু বেখাপ্পাই হয়ে গেলো, কিন্তু ওই যে বললাম, গত বছরে মুভিই দেখেছি কম!!
অন্যান্য রিভিউ গুলোতে দেখলাম জয়া আহসানের অভিনয়ের অনেকেই সমালোচনা করেছেন। আমার কাছে তেমন খারাপ লাগেনাই, তার ড্রেস গুলো হয়তো একজন সাংবাদিকের সাথে যায়না কিন্তু বাণিজ্যিক মুভিতে নায়িকাকে সব দিক দিয়ে আকর্ষনীয় ভাবে উপস্থাপন করা সম্ভবত ডিরেক্টরের দায়িত্বের মধ্যেই পড়ে।
মুভির কাস্টিং বেশ ভালো ছিলো কিন্তু গুবলেট পাকিয়েছে ডাক্তার এর চরিত্রটি। মোটামুটি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে এই লোক এর মেয়েলি বাচনভঙ্গি আর বাজে অভিনয় পুরো সিনেমায় একটা বিশাল খুঁত হয়ে থাকবে। এই অভিনেতা কে আমি চিনিনা কিন্তু ধারণা করছি তিনি এই মুভির প্রডিউসার হয়ে থাকবেন!
তবে ভালো লেগেছে চিরাচরিত বাংলা সিনেমার মত এই মুভিতে ইললজিকাল উপাদান কম ছিলো। শুটিং এর সময় আশপাশের লোকজন ক্যামেরা বা নায়ক নায়িকাদের দিকে তাকিয়ে ছিলোনা, নায়ক এর নায়কগিরি কোথাও অযাচিতভাবে দেখানো হয়নি, রাস্তা ঘাটের সিন যখন ছিলো তখন রাস্তায় সিগারেটট ওয়ালা, চায়ের দোকানদার এরাও ছিলো। ঢাকার রাস্তা ঘাটের স্বাভাবিক চিত্র যেমন থাকে ডিরেক্টর সেগুলো তুলে ধরেছেন। বুঝতে পারলাম, খুঁটিনাটি ব্যাপার গুলোর দিকেও তিনি নজর রাখার চেষ্টা করেছেন। পুরো সিনেমায় মানুষের বেডরুম থেকে শুরু করে রাস্তা ঘাটে প্রকাশ্যে মানুষ খুন করা দেখানো হয়েছে। সাগর রুনী হত্যাকান্ড কিংবা দেশের আইনশৃংখলা পরিস্থিতি জানা না থাকলে হয়তো ফালতু বলেই উড়িয়ে দিতাম, কিন্তু আসলে তো এগুলো ঘটছে। আমার কাছে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বানানো ওয়েল মেইড একটা মুভিই মনে হল চোরাবালিকে। তবে আইটেম সং টা পুরো সিনেমার জন্যই একটা বাহুল্য ছিলো। বেশ চলছিলো, হঠা করে যেনো একটা কাটপিস ঢুকিয়ে দিলো মনে হল। সিনেমার কাহিনীতে ওই গানের কোন ভূমিকাই নেই।
শেষের টুইস্টটা যদিও ছোটখাট ছিলো, কিন্তু অনেক মজা পেয়েছি। পুরো হল তালিতে ভেঙ্গে পড়েছিলো ওই সময়!!
পুরো সিনেমাটা দেখে আমার মনে হল বেশ এন্টারটেইনিং। আমি অনেক উপভোগ করেছি। চতুর্থ সপ্তাহ শেষেও বলাকাতে অনেক মানুষ ছিলো। অনেকেই স্বপরিবারে এসেছিলেন। আমার বন্ধু বান্ধব কাউকেই এই সিনেমা হতাশ করেনি। এই ধরণের মুভি চলতে থাকলে বাংলা সিনেমার সুদিন আসতে বাধ্য। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি রেদোয়ান রনির ২য় বাণিজ্যিক সিনেমাটা দেখার জন্য। তার পরবর্তী সিনেমার কাহিনী কি হয়, ডিরকশনে কোন নতুনত্ব আসে কিনা সেগুলোর দিকে বোধ করি আরো অনেকেই খেয়াল রাখবেন।
বলাকায় দেখেছি। তাই দর্শকদের বেশিরভাগই একটা নির্দিষ্ট শ্রেণীর লোক ছিল। বাংলা সিনেমার যারা নিয়মিত দর্শক, সমাজের নিম্নবিত্ত শ্রেণীর কাছে এই সিনেমা কেমন লাগলো তা বুঝতে পারছিনা। আমি মনে প্রাণে চাইছি এই মুভি তাদের কাছেও ভালো লাগুক।
সত্যিই ২০১২ বাংলা সিনেমার জন্য মোটামুটি ভালো একটা বছর ছিলো, বছরের শেষ দিকে চোরাবালি সেটাতে আরো উল্লেখযোগ্য কিছু যোগ করেছে। আর এই বছরের শুরুতেই আসছে বহুল আলোচিত ‘টেলিভিশন’। বাংলা সিনেমার সুদিনের অপেক্ষায় রইলাম সে পর্যন্ত।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
অনন্ত আরেফিন বলেছেন: হে হে হে, ছোট কোল্বালিশে আমার হয়না, কেন জানো?
বাতের ব্যাথায়
২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
শাহরুখ সাকিব বলেছেন: ভাল লিখসেন ভাই+++++++
এবার আমারটা পড়েন একটু
Click This Link
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১
অনন্ত আরেফিন বলেছেন: শাহরুখ সাকিব ভাই, আপনি যেইদিন পোস্ট করসেন ওইদিনই পড়সি। আপনার পোস্টের ৯ নম্বর মন্তব্য দেখেন
মন্তব্যের জন্য ধন্যবাদ!
৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
নেংটি ইদুর বলেছেন: ভাল লেগেছিল মুভিটি। এককথায় দারুন !
যেকোন ইন্ডিয়ান বাংলা সিনেমার চাইতে শতগুন ভাল।
বাংলা সিনেমার সুদিন ফেরার অপেক্ষায় আছি।
পেলাচ
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২০
অনন্ত আরেফিন বলেছেন: হ্যা, কমার্শিয়াল ইন্ডিয়ান বাংলা সিনেমার চাইতে আমিও চোরাবালি কে এগিয়ে রাখবো। + এর জন্য ধন্যবাদ।
৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১০
তামিম ইবনে আমান বলেছেন: আমি লিখবো ভাবসিলাম। কিন্ত প্রচুর রিভিউ দেখে আর লিখি নাই
ভালা অইচে আপ্নের লেখা
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬
অনন্ত আরেফিন বলেছেন: আসলেই, মুভি দেখার আগেই ব্লগে এতো রিভিউ দেখসি যে দেখার আগেই ঠিক করে রাখসিলাম এই মুভি নিয়ে কোন পোস্ট দিবোনা, কিন্তু মুভিটা এতো বেশি ভালো লাগসে যে দুই লাইন না লিখে পারলাম না, লজ্জার মাথা খেয়ে লিখেই ফেললাম শেষ পর্যন্ত!!
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ!!
৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫
টাইটান ১ বলেছেন: আমি প্রথম সপ্তাহেই মোভিটি বলাকায় দেখেছি। বাংলাদেশের অন্যান্য মোভি যদি বিশ মার্কস পায় তাহলে চোরাবালি পাবে আশি মার্ক। এ প্লাস। পরিচালনাও অসাধারণ। ছবিতে যেভাবে রাজনীতির খারাপ ব্যাপারগুলো নিয়ে আসা হয়েছে। এটা সাহসী কাজ। রনি ভাইয়ের প্রতি শ্রদ্ধা রইল। তিনি যেন হারিয়ে না যান। আমরা চাই না এমন পরিচালক হারিয়ে যাক।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০২
অনন্ত আরেফিন বলেছেন: আসলেই সমসাময়িক বিষয় গুলো এতো ভালো ভাবে তুলে ধরার সাহস যে পরিচালক দেখিয়েছেন তাতেই তিনি একটা এ + ডিসার্ভ করেন। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ টাইটান ১
৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
নস্টালজিক বলেছেন: আ গুড এন্টারটেইন!
চোরাবালি দারুণ!
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬
অনন্ত আরেফিন বলেছেন: আসলেই বলতে হয়, বহুদিন পর ভালো একটা ভালো বাংলা সিনেমা দেখলাম! আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ নস্টালজিক।
৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯
কাউসার রুশো বলেছেন:
জ্বি উনিই প্রডিউসার। নাম সালেহীন স্বপন
ভালো হইছে আপনার লেখা
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
অনন্ত আরেফিন বলেছেন: আমার ধারণা ঠিক আছে তাহলে!! লেখা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ রুশো ভাই।
৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮
কবি রাজ বলেছেন: চমৎকার রিভিউ লিখেছেন। দশে নয় পাবার মত। সকাল বেলা আপনার রিভিউ পড়ে মনটা ভাল হয়ে গেলো।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩
অনন্ত আরেফিন বলেছেন: :#> :#> :#> :#> :#> আনন্দে চউক্ষে পানি আইসা গেল আপ্নের মন্তব্য পইড়া, আমার পোস্ট স্বার্থক!!
৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: চোরাবালি এখনও দেখিনি - তবে দেখবো
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫
অনন্ত আরেফিন বলেছেন: দেখে ফেলুন, আপনারও ভালো লাগবে আশা করি!
১০| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: বাহুল্য বর্জিত টু দ্যা পয়েন্ট লেখা। দারুন এন্টারটেইনিং !!
+++++++++++++++++
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
অনন্ত আরেফিন বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ভাই। এত লেখা হয়েছে এই সিনেমাটা নিয়ে যে পোস্ট দিয়ে ব্লগারদের গালি খাবার আশংকায় ছিলাম!!
১১| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
লোনা স্বপ্ন বলেছেন: সুন্দর হইছে রিভিউ। মুভি টা এখনো দেখি নি। দেখতে যাব আগে সবার কাছে রিভিউ পড়ে নেই
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
অনন্ত আরেফিন বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য!! মুভি অবশ্যই হলে গিয়ে দেখবেন!!
১২| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
আখাউরা পূলা বলেছেন: থবে আমার পিস্তল দিয়া মারাটা আজিব লাগছে একটু। কারন ১টা শটএ অনেক জোরে আওয়াজ হয় যেটা আশেপাশে জনসমাবেশ ঘটায়া ফেলার মত, সে হিসেবে খুন করার সময় সাইলেন্সার বা ছুরি ব্যবহার করা যেত।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১
অনন্ত আরেফিন বলেছেন: হুমম এটা অবশ্য একটা ভুলই ছিলো, তারপরেও প্রথম সিনেমা হিসেবে এই ভুল গোনায় নাইবা ধরলাম, পরিচালক হয়তো মনে করেছিলেন আওয়াজ না হইলে বিষয়টা ঠিক জমতেসিলোনা!!
১৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১
খেয়া ঘাট বলেছেন: মধ্যবিত্ত শ্রেণী থেকে উপরের দিকের দর্শক বাদ দিলে ছবির নামটি বাণিজ্যিক ছবির জন্য যথাযথ হয়নি সাধারণ নিম্নশ্রেণীর মানুষের ক্ষেত্রে।
রনি এক সাক্ষাৎকারে বলেছিলেন-ছবিটি আঁতেল বুদ্ধিজীবী থেকে শুরু করে সবার জন্য।
আমার কাজিন ওদের ড্রাইভার নিয়ে ছবিটি দেখার পর, ড্রাইভার বললো-ভাই হেভ্ভি একখান ছবি দেখলাম। তবে, ছবির নামটার মানে কি সেটাই বুঝতে পারিনি।
আপনার রিভিও চমৎকার হয়েছে।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
অনন্ত আরেফিন বলেছেন: এটা ঠিক নামটা টিপিকাল বাংলা সিনেমার মত হয় নাই, তবে ইন্ডিয়ান জি বাংলার সাত পাঁকে বাঁধা আমদের দেশের পাব্লিক যখন খাইতে পারতেসে এই নাম তখন এত সমস্যা করবে বলে মনে হয়না। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫
বিল্লা বাবা বলেছেন: ১ম হাফ জটিল। ২য় হাফ এ গোলমাল লাগাইয়া দিসে। আর প্রচুর টেকনিক্যাল ভুল।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
অনন্ত আরেফিন বলেছেন: আরে ভাই ভুল ছাড়া কি আর সিনেমা হয় নাকি। হলিউডিদের সিনেমাও তো কখনো নির্ভুল হয়না!! দেখতে হবে বেশি 'লেইম' কোন ভুল আছে কিনা।আর, নতুন ডিরেক্টর, এখনি তামিল মুভি আশা করলেতো হবেনাহ...।। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
নিয়ন আধাঁর বলেছেন: Vai, kolbalishe'r kotha bollen na? XXXL size.