নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ সর্বশক্তিমান

নুর3ডিইডি

আমি মানুষ । আমি মুসলমান ।আমি বাংলাদেশী। আমি বাঙ্গালী ।

নুর3ডিইডি › বিস্তারিত পোস্টঃ

মাঝে মাঝে নিজেকে রাজা রাজা মনেহয়............।

০৯ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৭

আমি রাজা হবো। রাজার মতো সুখী হবো। রাজা কি সত্যি খুব সুখী? বই সিনেমার রাজাও দেখি মাঝে মাঝে দু্ঃখী হয়, এবং সব সময় চিন্তিত থাকে! রাজা যেহেতু সব সময় সুখী থাকেনা তা হলে সব সময় সুখী থাকে কে?

আমার জীবনে কোন দুঃখ থাকবেনা, থাকবে শুধু সুখ, কিন্তু শুধু সুখ দিয়ে কি জীবন গড়া যায়? সুখের খোঁজ করতেও অনেক কষ্ট, এই কষ্টের মাঝে নিজেকে দুঃখী মনে হয়। কষ্ট পেয়ে অভিমানে নিজেকে সুখ থেকে দুরে রাখার ইচ্ছে হয়। কিন্তু কিছুক্ষনের জন্য সুখ খোঁজা থেকে মনকে বিরত রাখতে পারলেও পরে তা আর সম্ভব হয়না, নিজের প্রয়োজনেরই তাগিতে। মন তার আপন গতিতেই সুখ খুজতে থাকে।

আজ নয় জানুয়ারী, মনেহচ্ছে অনেক চড়াই-উৎরাই পার করে সুখের সন্ধান পাওয়ার পর, মনেহয় সামনে আর কোন দুঃখ নেই। শুধু সুখ আর সুখ। অনেক সুখের মাঝে ছোট খাটো কষ্ট এসেও স্থান করে নিতে পারেনা, পারার কথাও না, যে খানে খুব কষ্টের পর সুখের দেখা পেয়েছে।

জীবনের একটি দিন পার হচ্ছে, নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে। ফেলে আসা হচ্ছে অনেক দুঃখ কষ্ট আর সামান্য সুখ। মনেহয় সামনে আছে শুধু সুখ আর সুখ, কারণ আমি যে দুঃখকে জয় করতে শিখেছি। অনেকে ভাবতে পারে দুঃখকে জয় করা সম্ভব নয় বা খুব কঠিন। আমি ও তাই মনেকরতাম কিন্তু এখন তা মনেহয় না। আসলে যার জীবনে দুঃখ নেই, তার জীবনে সুখের আনন্দও নেই। সুখ যে কত মধুর সে তা অনুভব করতে পারেনা। আমরা বাঁচার জন্য সুখে থাকার জন্য অনেক কিছুর অভাব অনুভব করি। যত পাই, তত চাই, চেয়ে যদি না পাই, তাহলে দুঃখী হই। আর পেয়ে গেলে নিজেকে সুখী মনেকরি। আমি মনেহয় আমার জীবনের যা বড় পাওয়া তা পেয়ে গেছি, তাইতো আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া আদায় করি। যারা কিছুই পায়নি তাদের কথা ভেবে ছোট ছোট না পাওয়া গুলোর জন্য তেমন কষ্ট হয়না।

নিজের পরিবার প্রিয়জনকে দেশে রেখে প্রবাসে পড়ে থাকা খুবই কষ্টের, যখনই বুঝতে পারি বছর শেষে আমি দেশে যাবো তখন কোন কষ্টই মনে থাকেনা। যখন একই রুমে থাকা বন্ধু ছ্য় বছরেও বিভিন্ন সমস্যার কারণে দেশে যেতে পারছেনা, তখন তার জন্য কষ্ট হলেও, নিজের কথা চিন্তা করে আল্লাহকে স্বরন করি। যখন দেখি অন্যকেউ আমার চেয়েও বেশি কষ্টে আছে, তখন নিজের কষ্ট গুলো ভুলে যাই। এবং মনেকরি আমি খুব সুখী ।

যারা নিজের বড় পাওয়া গুলো অনেক কষ্ট করে পেয়ে যায়, তারা নিজেকে অনেক সুখী মনেকরে, এবং সব সময় জানি রাজারা খুব সুখি।

তাই এখন নিজেকেও রাজা রাজা মনেহচ্ছে..........।

আসল কথা হচ্ছে প্রবাসের একটি বছর শেষ করে অনেক আশা প্রত্যাশা নিয়ে দেশে যাবো ভাবছি, তাই এখন থেকেই অনেক ভাবনা অনেক পরিকল্পনার মাঝে চোখে ঘুম আসতে না চাইলেও নিজেকে খুব সুখী মনেহচ্ছে এবং নিজেকে রাজা রাজা লাগছে। লাগবেনা বা কেন, দেশে যে সত্যি সত্যিই রাজার সুখ পাই। গত প্রায় একটি বছর অনেক ব্যস্ততার মাঝে গেলেও তার আগের বছর গুলো থেকে অনেক বেশি আনন্দে বা সুখে কেটেছি মনেহচ্ছে। সবার কাছে দোয়া চাই, এবং আল্লাহর কাছে প্রার্থনা করি গত বছরের না পাওয়া গুলো আগামীতে যেন পাই। বাকি জীবনটা যেন আনন্দে কাটাতে পারি।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০০

আমিই স্রোত বলেছেন: হ রে ভাই...। আমনের লেকা ভালোই লাগলো।
দুয়াপুরন হোক....আমীন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.